
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের ‘অপরাজিত’ ছবির মুকুটে জুড়ল নতুন পালক। যদিও পরিচালক অনীক দত্তের এই ছবি বর্তমান সময় ও সামাজিক প্রেক্ষাপটে নানান কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছে। শুধু অনীক নয়, এই ছবিটি পরিচালনা করেছেন জিতু কামাল। আর এবার সেই ছবিতে জুড়ল আরও একটা মুকুট। আইএমডিবিতে বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং ‘অপরাজিত’।
IMDB-এর নিয়মানুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দু-তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এবার সেই তালিকায় নিজের জায়গা করে নিল ‘অপরাজিত’। একইসঙ্গে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হিসাবে ‘অপরাজিত’ এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৩৫০৯। মঙ্গলবার ছবির নির্মাতাদের তরফে এই খবর ভাগ করে নেওয়া হয়। ছবির সাফল্যে ও দর্শকদের ভালবাসায় আপ্লুত ছবির গোটা টিম।

উল্লেখ্য, দিন কয়েক আগে পাওয়া তথ্য অনুযায়ী, IMDB-র তালিকায় শীর্ষে ছিল ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কামালকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ে দর্শক সংখ্যাও। IMDB-র তালিকায় ৯.৫ রেটিং পেয়ে এখনও শীর্ষে রয়েছে এই ছবি। এমনকী এই ছবি বক্স অফিসে প্রভূত সাফল্য পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-কেও পিছনে ফেলেছে।
কিংবদন্তি আর কিংবদন্তির সৃষ্টির গল্প সাদায় কালোয় পর্দায় তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত। সেই ছবির সংলাপের মতোই এখন দলে দলে বাঙালি সত্যজিৎ রায়ের আকর্ষণে ছুটছেন প্রেক্ষাগৃহে। ছবিতে ‘পথের পদাবলী’ ছবির উদ্দেশে সংলাপ ছিল, ‘এই ছবি না দেখলে নাকি সভ্য সমাজে মুখ দেখানো যাবে না।’ কার্যত সেই সংলাপই যেন বাস্তবে রুপান্তরিত হয়েছে ‘অপরাজিত’-র ক্ষেত্রে।