কলকাতা

অবশেষে কালীঘাটে এল সায়ন্তিকা, সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্য আমসত্ত্ব !

0 0
Read Time:4 Minute, 4 Second

ওয়েব ডেস্ক, 24 Hrs Tv : বয়স তার আট বছর। দ্বিতীয় শ্রেনীতে পড়ে। তাঁর ইচ্ছে সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতা পাড়ি দেওয়ার। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করবে সে।সাথে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জন্য আমস্বত্ত ও গোলাপ জামুন। কেন এমন ইচ্ছে তার? প্রশ্ন করতেই চটপট উত্তর, মমতাদির প্রকল্পের জন্য সে এবং তার দুই দিদিরা আজ শিক্ষিত হতে পারছে। ছোট্ট এই মেয়েটির নাম সায়ন্তিকা দাস। বাবা প্রদীপ দাস পেশায় গাড়ি চালক। মা উমা দাস গৃহবধূ। আর্থিক অনটনের সংসার তাদের। সায়ন্তিকার দুই দিদির পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরী হয়। সেই সময় পাশে এসে দাড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প। তারপর রূপশ্রী প্রকল্প।যে কারণে সায়ন্তিকার দিদিরা আজ বিশ্ববিদ্যালয়,কলেজে পড়ে। সায়ন্তিকাও বিনে পয়সায় পড়াশোনার সুযোগ পাচ্ছে। পরিবর্তন হয়ে গেছে তাদের লাইফস্টাইল। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানতে সাইকেল চালিয়ে ২৬মে তারিখে রওনা দিয়েছিল সে।

মালদার জেলাশাসক থেকে পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকদের লিখিতভাবে জানিয়েছে তার ইচ্ছের কথা। ইংরেজবাজার পুর এলাকার ২৭নং ওয়ার্ডে মনস্কামনা পল্লীতে এক চিলতে টালির ঘরে থাকে সে। সায়ন্তিকার মা উমা দাস জানান , তিনি নিজের আর্থিক অসঙ্গতির কারণে বেশী দুর পড়াশোনা করতে পারেন নি। পড়াশোনার করার ক্ষেত্রে নানা সমস্যার জন্য অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আর্থিক কারণে তার মেয়েদের পড়াশোনাও মাঝপথে সমাপ্তি ঘটতো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রকল্পের সুবিধা পেয়ে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। তার ছোট মেয়ে তাই দিদির ভক্ত। ছোট শিশুর এমন কান্ডে উচ্ছৃসিত ২৭নং ওয়ার্ড কাউন্সিলার পুজা দাস।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে সাইকেল চালিয়ে মালদহ থেকে কলকাতার কালীঘাটে(Kalighat) এল ৮ বছরের ছোট্ট সায়ন্তিকা। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিল মালদহের বিখ্যাত আমসত্ত্ব। পাল্টা সায়ন্তিকাকেও রিটার্ন গিফট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন ধরেই সায়ন্তিকার খবর প্রকাশ্যে আসে। মুখ্যমন্ত্রীর জন্য আমসত্ত্ব নিয়ে একরত্তি মালদহ থেকে কলকাতা আসছে সাইকেল চালিয়ে, এই খবরেই অনেকে চমকে উঠেছিলেন। বাস্তবে হলও তাই। বৃহস্পতিবার সকালে কালিঘাটে পৌঁছে গেল সায়ন্তিকা। সঙ্গে আমসত্ত্ব। ছোট্ট সায়ন্তিকাকে কাছে পেয়ে বেজায় খুশি হন মুখ্যমন্ত্রীও। পাল্টা সায়ন্তিকার হাতে তুলে দেন উপহার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button