
24Hrs Tv ওয়েব ডেস্ক : শাহরুখকে নিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর মনেও উত্তেজনার পারদ নেহাত কম নয়। শাহরুখ খানকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শাহ্রুক খানকে নিয়ে সকলেই মাতামাতি করেন। তিনি হলেন বলিউড কিং। পাঠান ছবির প্রোমোশনের সময় শাহরুখ খান সকলের সঙ্গে যোগাযোগ করে চলেছেন সোশ্যাল মিডিয়া মারফত। দেওয়ার চেষ্টা করছিলেন কম বেশি সব প্রশ্নের উত্তরই। সেগমেন্টের নাম ছিল ‘আস্ক মি এনিথিং’। সেইখানে শাহরুখ খানকে প্রশ্ন করেছিলেন অভিনেত্রী ও একাধারে সাংসদ মিমি চক্রবর্তী। এসআরকে’কে ট্যাগ করে মিমি লেখেন, “পাঠান ২-এ তুমি কি আমাকে নিচ্ছ?” এরই পাশাপাশি সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য ধন্যবাদও জানান তিনি। কিন্তু এত টুইটের মাঝে মিমির টুইটের উত্তর দিতে দেখা যায়নি সেবার তাঁকে। মিমি কিছু মনে না করলেও ব্যাপারটা মোটেও ভাল চোখে দেখেননি সেবার মিমির অনুরাগীরা। তাঁরা এই বিষয়টিকে নিয়ে উত্তেজনায় ছিল। যদিও অভিনেত্রী পাল্টা প্রতিক্রিয়া দেননি।
তবে এবার আর অভিনেত্রীকে নিরাশ করলেন না শাহরুখ খান। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স-এর সাপোর্টার মিমি। এবার চাইলেন নিজের নামে একটি জার্সি, টিমের তরফ থেকে এবার মিমির সেই ইচ্ছেপূরণ করা হল। সোশ্যাল মিডিয়ায় নাইটরাইডার্স পেজ থেকে মিমির সেই ছবিও শেয়ার করা হয়। তখন আপাতভাবে মিমিকে এড়িয়ে গেলেও এবার ইচ্ছেপূরণ হল অভিনেত্রীর।