
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: বৃহস্পতিবার মাত্র একদিনের জন্য দিল্লি সফরে গেছিলেন অর্জুন সিং। পাটশিল্পের নানান জটিলতার বিষয়ের জন্য দিল্লি দরবারে পৌঁছেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেদিন তাঁকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী সঙ্গে বৈঠক করতে দেখা যায়। একটানা ঘণ্টা তিনেক পাটশিল্পের দুরবস্থা ও মলিন অবস্থা কাটাতে অর্জুন ও পীযূষের একসঙ্গে বৈঠকের পর পাটশিল্পের দুরবস্থা ঠেকাতে বেশ কিছু রফাসূত্র বের হয়েছিল। এরপরেই অর্জুনের রনংদেহি মেজাজেই সুর নরম করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কানাঘুষোয় শোনা যাচ্ছে, ন্যাশনাল জুট বোর্ডে বড় পদে অন্তর্ভুক্তি হতে পারেন বিজেপির শক্তিশালী এই সাংসদ। সেই সঙ্গে পুনর্গঠন হতে পারে জুট বোর্ড। এমনটাই সূত্র মারফত খবর।
এদিকে শেষ বৈঠকের সময় অর্জুন বলেছিলেন, পাটশিল্পে কেন্দ্রের বৈঠকে অনেকটাই স্বস্তি তাঁর। কেন্দ্রের ভালো পদক্ষেপে আশাবাদী তিনিও। এমনকি কৃষকদের দুরবস্থার হাত থেকে বাঁচাতে পাটের উঁচু দরদামও কমানো হতে পারে বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকারের সাংসদ অর্জুন সিং। জানা গিয়েছে, আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। তবে, তারই মাঝে অর্জুন সিং বড় পদ পেতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।