বিনোদনটলিউড

আন্তর্জাতিক মার্তৃত্ব দিবসের আনন্দ উপভোগ করতে মায়ের সঙ্গে ছবি পোস্ট বাংলা সিনেমার অভিনেতাদের

0 0
Read Time:2 Minute, 54 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv: আজ আন্তর্জাতিক মার্তৃ দিবস(INTERNATIONAL MOTHER’S DAY)। মায়েদের উদযাপন করার দিন। আর সকল মায়েদের সঙ্গে ছবি পোস্ট করে মায়েদের প্রণাম ও শুভেচ্ছা জানালেন তাবড় তাবড় সেলেবরা। শুভেচ্ছা জানাতে বাদ যাননি সাধারণ মানুষরাও। রোজই প্ৰতিটি সন্তানদের কাছে মা-ই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এক মহিলা। সুখে, দুঃখে, কষ্টে যেকোনও কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়ে যে মানুষটা সবসময় নিজের কথা কোনওপ্রকার না ভেবে সন্তানের কথা বহুবার ভাবেন, তিনি হলেন মা।

অর্থাৎ, ছুটির দিন রবিবার আন্তর্জাতিক মার্তৃ দিবস উপলক্ষে গোটা সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে গেছে মায়েদের জন্য পোস্টে। মায়ের সঙ্গে ছবি পোস্ট করা হয়েছে বাল্যের ছবি হোক বা বড়বেলার ছবি। কেউ পোস্ট করলেন মজার ভিডিয়ো ক্লিপিং তো কেউ মজার প্রচুর ছবি, কেউ আবার মায়েদের মজার উক্তি তুলে ধরলেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ইনস্টাগ্রাম, ট্যুইটারে। আর এই উৎসবে হাজির বাংলা সিনেমা জগতের একাধিক জনপ্রিয় সেলেব্রিটিরাও।

বাংলা সিনেমার জগতে অভিনেতা-অভিনেত্রীরা যতই বড় মাপের হয়ে উঠুক না কেন, প্রতিটি মায়েদের কাছে সমস্ত ছেলেমেয়েরা ছোটই থাকে। অজানা নয় সে কথা। সেলেব্রিটিরা হয়ে গেলেও মায়ের কাছ থেকে আদর, বকা সবই খেতে হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী থেকে মিমি চক্রবর্তী, সকলেই মায়েদের শুভেচ্ছা জানালেন। কেউ আবার নিজের মাতৃত্ব উদযাপনও করলেন। একঝলকে সকলের পোস্ট দেখে নেওয়া যাক।

সারাবছর তো মা সন্তানদের জন্য কত কিছুই না করেন। যদি এই একটা দিন সন্তানরা না হয় মায়ের জন্য কিছু করলেন। মায়ের মুখে সুন্দর ও মিষ্টি হাসি ফোটানোর জন্য বহুমূল্যের কোনও উপহারের দরকার হয় না। শুধুমাত্র একটিবার দু’হাত দিয়ে জড়িয়ে ধরলেই সকল মা-ই খুশি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button