কলকাতাটলিউডবিনোদন

আবার রহস্য-মৃত্যু! বাড়ি থেকে উদ্ধার সরস্বতী দাসের ঝুলন্ত দেহ,ঘটনা ঘিরে চাঞ্চল্য

0 0
Read Time:3 Minute, 33 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv : বিনোদন জগতে আবারও শোকের ছায়া। মাত্র কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিক মৃত্যু হয় তিন মডেল-অভিনেত্রী। এবার কসবা থেকে মেকআপ আর্টিস্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল (Makeup Artist Death)। গতকাল গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। মৃত মেকআপ আর্টিস্টের নাম সরস্বতী দাস (Saraswati Das)। গতকাল রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে তারপরই এমন কাণ্ড ঘটতে পারে বলে। মেকআপের পাশাপাশি ফোটোশ্যুটের কাজও করতেন।

গত ১৪ দিনে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু। ৩ অভিনেত্রী-মডেলের পর, এবার কসবায় কসবায় মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার। প্রথমে অভিনেত্রী পল্লবী দে। তারপর মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগী। আর এবার, এক মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট সরস্বতী দে-র অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেও দেখা দিয়েছে ধোঁয়াশা। গত ১৪ দিনে গ্ল্যামার জগতের যে চারজনের মৃত্যু হয়েছে, চারজনেরই গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে খবর, দিদার বাড়িতেই মায়ের সঙ্গে থাকতেন বছর আঠেরোর সরস্বতী দাস। মেকআপের পাশাপাশি করতেন নানা ভিডিও শ্যুটের কাজও। এছাড়াও প্রাইভেট টিউশনও করতেন। প্রাণবন্ত মেয়েটার যে হঠাত্‍ করে কী হলে ভেবে পাচ্ছেন না পরিজনরা। মেকআপ আর্টিস্ট সরস্বতী দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মাত্র ২দিন আগেই পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। সদ্য প্রয়াত বিদিশা দে মজুমদারের বন্ধু ছিলেন তিনি। পরিবার সূত্রে দাবি করা হয় যে বান্ধবীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। তাহলে কি সেই অবসাদ থেকেই আত্মঘাতী হলেন? বিবাহিত মঞ্জুষা চার পাঁচ দিন আগেই বাপের বাড়িতে আসেন। মৃত অভিনেত্রীর মায়ের কথায়, ‘বিদিশা ওর বান্ধবী ছিল। একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। বারবার বলছিল যে আমিও বিদিশার মতো করব।’ আবার বিদিশার প্রয়াণের দিন দশেক আগেই অস্বাভাবিক মৃত্যু হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র। গ্ল্যামার জগতে একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button