
24Hrs Tv ওয়েব ডেস্ক : ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রেজ্জাকের হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি শওকতের। সেই সময় সিপিএম করলেও পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তিনি। তবে এখনও রেজ্জাককে গুরু বলেই মানেন তিনি। এই রেজ্জাক ছিলেন বাম আমলের দাপুটে মন্ত্রী। পরবর্তীকালের তৃণমূলে সরকারে আসার পর শাসকদলে যোগ দিয়ে ফের মন্ত্রী। বরাবরই ক্ষমতার ভরকেন্দ্রে থেকেছেন আব্দুর রেজ্জাক মোল্লা। এইবার নিজের দলের তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুক্রবার ভাঙড়ের সভা থেকে শওকতের এই ‘আত্মসমালোচনায়’ সমর্থন জানালেন ভাঙড়ের তৃণমূল নেতৃত্বের বড় অংশ। শেখানো খোদ তৃণমূল বিধায়কের এমন ‘স্বীকারোক্তি’কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ এর সঙ্গে জড়িত বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বের বড় অংশ।
শুক্রবার সভা থেকে বিস্ফোরক মন্তব্ব্য করলেন। তিনি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে প্রশ্ন তুললেন, শিক্ষক নিয়োগে বেনিয়মে শোরগোল চলছে রাজ্য রাজনীতিতে। এমনটাই জানালেন তিনি। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন যে, আইএসএফকে দোষ দেবেন না। তাঁদের নেতাদেরও দোষ আছে। সুর চড়িয়ে তিনি আরও বলেন যে, শওকতের সংযোজন, ”আমাদের কিছু ভিখারি নেতা আছে। এদের কাজ কি? হাত পেতে টাকা নেওয়া। ঘরের জন্য দাও ৫ হাজার- ১০ হাজার টাকা। বিচারের জন্য দাও ৫ হাজার-১০ হাজার টাকা। রাস্তার জন্য দাও ৫ হাজার ১০ হাজার টাকা।”
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শুদ্ধিকরণের দিকে নজর দিচ্ছেন, তা আরও একবার প্রমানিত হল শওকতের বক্তব্যের মাধ্যমে। তবে কি পঞ্চায়েত ভোটের আগেই দলকে আবর্জনা মুক্ত করে ফেলতে চাইছেন অভিষেক এমনটাও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।