বিনোদনফ্যাশনভাইরালরূপচর্চালাইফস্টাইলস্বাস্থহলিউড

উরফি জাভেদের অঙ্গে ঘাস, সমালোচনার ঝড় নেটপাড়ায়

0 0
Read Time:3 Minute, 6 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : বারে-বারে সমালোচনার শিকারও হয়েছেন তিনি। কটাক্ষের শিকার হওয়াতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তাঁকে নিয়ে যদি কোনও মিথ্যে রটনা রয়ে যায়, তবে তিনি সেই প্রসঙ্গে মুখ খুলতে বিন্দুমাত্র সময় নেয় না। তিনিও পাল্টা জবাব দেন সমালোচনার সুরে। অনেকেই তাঁকে নিয়ে নিম্নমানের মন্তব্য করলেও গায়ে মাখেন না তিনি। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না।

এই ছকভাঙা ফ্যাশনে নতুন নতুন সংযোজন উরফি জাভেদের একটা নেশা। তবে এবার একটু অন্যরকম উরফি জাভেদের অঙ্গে ঘাস। এক নীল ব্লেজ়ারের ওপর ঘাস ভর্তি। পরিবেশ দিবস সেলিব্রেশনে এভাবেই নিজের ফ্যাশনকে তুলে ধরলেন উরফি। তবে এবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তিনি। ট্রোলাররা অঙ্গের ঘাস দেখে উরফিকে করলেন সাবধান। লিখলেন, দেখবেন, ছাগল না চলে আসে। অথচ কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন তিনি নাকি এই ছকভাঙা ফ্যাশন থেকে সরে দাঁড়াবেন।

লিখেছিলেন, ”আমার পোশাক যাঁদের ভাবাবেগে আঘাত করেছে তাঁদের কাছে আমি ক্ষমা চেযে নিচ্ছি। এবার থেকে আপনারা এক পরিবর্তিত উরফিকে দেখতে পাবেন। পোশাকের বদল ঘটাচ্ছি। ক্ষমা।” তবে কি ট্রোলের হাত থেকে রেহাই পেতেই এই পথা হাঁটলেন উরফি জাভেদ? উরফি জাভেদ একটা সময় চরম ট্রোল সহ্য করতে পারতেন না উরফি জাভেদ। তিনি স্থির করেছিলেন, জীবন শেষ করে দেবেন। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তাঁর। তবে তিনি চরম পজিটিভ। কান পাতেন না উড়ো কথায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button