
24Hrs Tv ওয়েব ডেস্ক : সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চলেছেন। কিন্তু কি বার্তা দিতে চলেছেন সেই দিকে নজর সবার। তেমনই নজর ছিল আব্দুল করিম চৌধুরীর দিকেও। কারণ, এর আগে ইসলামপুরে অভিষেকের সভায় অনুপস্থিত ছিলেন শাসক দলের নেতা আব্দুল করিম চৌধুরী। সেক্ষেত্রে আজকের জেলা সংগঠনের বৈঠকে তিনি উপস্থিত থাকেন কি না, সেই দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তিনি বৈঠকে আসেননি। যা নিয়ে জল্পনার আর শেষ নেই। তবে কি ভাঙন নাকি গোষ্ঠীদ্বন্দ্ব কি চলছে তাঁদের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সফরের অষ্টম দিনে এসে এই প্রথম কোনও জেলায় সাংগঠনিক বৈঠক ডাকলেন। কিন্তু সেখানেও কি এড়ানো গেলো গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও কেন আসেনি তা নিয়ে কোন কারন এখনও অবধি জানা যায়নি।
সাম্প্রতিক অতীতে উত্তর দিনাজপুর জেলা বার বার খবরের শিরোনামে উঠে এসেছে। চোপড়ায় গুলি কাণ্ড শাসক দলের অস্বস্তি বাড়িয়েছিল। শাসক শিবিরের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকেই এই গুলি বলে অভিযোগ তুলছেন অনেকে। ইসলামপুরে করিমের লোকজনকে মারধরের অভিযোগ, কালিয়াগঞ্জের ঘটনা এবং তারপর সত্যজিৎ বর্মণের মৃত্যুর ঘটনা, একের পর এক ইস্যু লেগে রয়েছে এই জেলাকে ঘিরে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক এই ঘটনা পরম্পরার কারণেই জেলা সফরে এসে সাংগঠনিক বৈঠক ডাকলেন অভিষেক। এদিনের সাংগঠনিক বৈঠকে অনুপস্থিতির বিষয়ে আব্দুল করিম চৌধুরীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে রবিবার তিনি জানিয়েছেন তিনি এখনও কোন খবর পান নি।