
24Hrs Tv ওয়েব ডেস্ক : কিছুদিন আগে শোনা গিয়েছিল, পরিবারের সঙ্গে এবার সময় কাটাতে চান কপিল, এবং একঘেয়েমি কাটাতেই তাই শো থেকে বিরতি নিতে চান। ‘কপিল শর্মা শো’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা, এও শোনা যায়। জুনে শেষ পর্বটি সম্প্রচারের পর কিছুদিনের জন্য আর বসবে না কপিলের হাসির আসর। তবে এবার ‘ইটি টাইমস’-এর তরফে কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে কপিল জানিয়েছেন, এখনই কোনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাইতে আমেরিকায় লাইভ শোয়ের জন্য উড়ে যাচ্ছে টিম । সেখানে গিয়ে পুরো বিষয়টি নিয়ে ভাবা হবে।” এই নিয়ে অবশ্য এতো আগে থেকে মুখ খোলেননি কপিল শর্মা।
২০১৬-তে প্রথম শুরু হয় ‘দ্য কপিল শর্মা শো।’ গত সাত বছর ধরে দর্শকদের মন কেড়েছে এই শো। এই শো হিন্দিতে সম্প্রচারিত হলেও বাংলাতেও এই শোয়ের ভক্ত সংখ্যা কম নয়। শাহরুখ থেকে সলমন বলিউডের তাবড়-তাবড় অভিনেতারা আসেন এই শোয়ে। সারাদিনের ক্লান্তি মেটাতে কফি কাপে চুমুক দিতে দিতে হাসতে তাই কপিলই ভরসা। তাই শো বন্ধের খবরে বেজায় দুঃখ পেয়েছিলেন ফ্যানরা। তবে তাঁদের স্বস্তির খবর দিলেন কমেডি কিং নিজেই। তিনি বললেন যে সাময়িকভাবে বন্ধ হতে পারে এই শো। একঘেয়েমি থেকে বাঁচতে নিজের পরিবারের সাথে সময় কাটাতে চান কপিল। ব্যাস্ততার জীবন থেকে একটু সরে আসতে চাইছেন তিনি।