রাজনীতিরাজ্যের খবর

কর্ণাটক বিজেপির হাতছাড়া হতেই, আত্মবিশ্বাস ফিরল মুখ্যমন্ত্রীর

1 0
Read Time:2 Minute, 48 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : এদিকে, ভোটের ফলাফল প্রকাশিত হতেই দেখা গিয়েছে সকাল থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস। শনিবার বেলা গড়াতেই দেখা যায়, ম্যাজিক ফিগার পার করে গিয়েছে দল। এই রাজ্যের ১৩৬টি আসনে জয়ী কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে ৬৪টি আসন। জেডিএস জিতেছে ২০ আসনে। এরপর কংগ্রেসের জয়ী বিধায়কদের প্রথম বৈঠক আয়োজিত হবে রবিবার বিকেল ৫.৩০ মিনিটে। তারপরই মন্ত্রিসভা গঠন নিয়ে বড় সিদ্ধান্ত আসবে। তা নিয়ে হইচই এখন কংগ্রেস মহলে। কে হবে মুখ্যমন্ত্রী, কাকেই বা যোগ্য শাসনভার দেওয়া যায় এই নিয়ে রমরমার আর শেষ নেই কংগ্রেস মহলে। অন্যদিকে বিজপি শাসিত রাজ্যে বিজেপি কিনা গদি হারালো, হার স্বীকার করলো বিজেপি।

তবে বিধানসভা ভোটে এই অবস্থা হলে লোকসভা ভোটে কি হবে এই নিয়ে চিন্তার আর শেষ নেই পদ্ম শিবিরে। তবে বিজেপির এই দুর্গতি দেখে বেজায় খুশি মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে বিজেপি ক্ষমতাচ্যূত হবে বলে আগেও দাবি করেছিলেন মমতা। তিনি বলেছিলেন,’আমি জ্যোতিষী নই। তবে কেমন যেন বুঝতে পারছি বিজেপি হারবে’। বরং প্রগাঢ় আত্মবিশ্বাসের সঙ্গেই কথাগুলো বলেছেন তিনি। এবার তাই ভবিষ্যৎবানি করলেন মুখ্যমন্ত্রী। শনিবার কর্নাটকের নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের ভবিষ্যৎ জানিয়ে দিলেন। তাঁর দাবি, “চব্বিশের নির্বাচনে একশও পার করতে পারবে না বিজেপি’।

এদিন বিকেলে দিদির সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন বলিউডের ভাই! তিনি সলমন খান। সলমন বেরিয়ে যাওয়ার পর কর্নাটক নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘লিখে রাখুন, শেষের শুরু হয়ে গেল। বিজেপি এই যে হারতে শুরু করল, আর জিতবে না’। এমনটাই ভবিষ্যৎবানি করলেন তিনি। সেই সঙ্গে বলেছেন, ওদের ভরসা একমাত্র উত্তরপ্রদেশ। সেখানে অখিলেশের হাত শক্ত করতে তিনিও এবার লখনউ যাবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button