
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। আর সেই অনুষ্ঠানেই হাজির হয়ে দর্শকের নজর কাড়ল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের রাজকীয় লুক। কান চলচ্চিত্র উৎসবের পর এবার অস্কারের মঞ্চে দর্শকের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অস্কারের মঞ্চে কালো কাঁধখোলা গাউনে দীপিকার লুক মুগ্ধ করেছে দর্শকদের।
এই বছর অস্কারের মঞ্চে ভারতের তরফে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী । রাজামৌলির ছবি ‘আরআরআর’ – এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে অস্কারের মঞ্চে ওঠেন দীপিকা । অভিনেত্রী মঞ্চে উঠতেই করতালিতে ফেটে পড়ে গোটা হল।এদিন, লুই ভিতোঁর ডিজাইন করা অফ সোল্ডার কালো বল গাউনের সঙ্গে মানানসই কালো গ্লাভসও পরেছিলেন হাতে । কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট ছিল গলায় । হাতে হিরের ব্রেসলেট ও আংটি । কান ফাকাই রেখেছিলেন দীপিকা । অস্কার ২০২৩ এর রেড কার্পেটে রাজকীয় সাজে মুগ্ধ করলেন দর্শকদের । সোশ্যাল মিডিয়াতে ও নিজের লুক শেয়ার করেন তিনি ।
অস্কারের রেড কার্পেটের এই ছবিগুলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । মঞ্চে এদিন রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর নাটু নাটু গানটির লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি। ইতোমধ্যে ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে সেই ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছে অস্কার পুরস্কার।
এই অনুষ্ঠান মঞ্চ থেকে দীপিকার গোলায় আর আর আর নিয়ে প্রশংসার সুর, বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র থ্রি আর এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি ৷ এই গানটি ইউটিউব এবং টিকটকে লাখ লাখ ভিউ পেয়েছে। সারা বিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান,যা অস্কারের জন্য সম্মান পেয়েছে।