
Read Time:1 Minute, 10 Second
ঘোষণা করা হল সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির টিজার মুক্তির তারিখ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’-ছবির টিজার। নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ খবর ঘোষণা করলেন ‘ভাইজান’ সলমন খান।
সলমান খান অনুরাগীদের জন্য ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির টিজার নিয়ে আসবেন বড়পর্দায়। এরপর সেই প্রোমো দেখতে পাওয়া যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই ছবিতে দেখা যাবে ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি ও শেহনাজ গিলকে। এই ছবির হাত ধরেই পালক ও শেহনাজের বলিউডে আত্মপ্রকাশ ঘটবে।
Related Articles