
24Hrs Tv ওয়েব ডেস্ক : এই সপ্তাহে টিআরপি তালিকায় ঘটে গিয়েছে মহাপ্রলয়। বিগত বেশ কিছু মাসের রেকর্ড গিয়েছে ভেঙে। এতদিন ধরে ‘অনুরাগের ছোঁয়া’র একচ্ছত্র আধিপত্য পেয়েছে। গত সপ্তাহের টিআরপি তালিকায় এক নম্বর স্থান দখল করে নিয়েছিল বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। দুটি বাচ্চা মেয়ে সোনা এবং রূপার রসায়ন দর্শককে মুগ্ধ করে রেখেছে। এখনও পর্যন্ত সেই রেশ রয়েছে দর্শক মনে। তারই মাঝে দীপার ভোল বদল হয়েছে ধারাবাহিকে। দীপা, অর্থাৎ গল্পের নায়িকা এবং নায়ক সূর্য সেনগুপ্তর স্ত্রী। গল্পের নায়িকা সূর্য সেনগুপ্তর স্ত্রী দীপা সেনগুপ্তের চরিত্র খুব নরম সরল সাধাসিধে সাধারণ একটা মেয়ে। বারবার ষড়যন্ত্রের শিকার দীপা। তবুও হার মানেননি দীপা। জীবনের প্রতিটি পদে পদে লড়ায় করে চলেছে সে।
সোনা-রূপা যে সূর্য-দীপারই সন্তান তা দর্শক জানে। কিন্তু পুরো সত্যিটা জানে না সূর্য-দীপা নিজে। সব রহস্য জানে নায়ক সূর্য সেনগুপ্তর মা। দীপা জানে না সন্তান জন্ম দেওয়ার সময় সে দুটি কন্যার জন্ম দিয়েছিল। আর সূর্য জানে না সোনা তার এবং দীপার সন্তান। দীপা জানে সোনা সূর্য এবং মিশকার সন্তান। পুরটাই এক রহস্যময় বিষয়। সেনগুপ্ত পরিবারে দীপা পরিচয় বদল করে ‘ফুল মা’-এর ছদ্মবেশে প্রবেশ করে। তার হাতের রান্না খেয়ে সন্দেহ জেগেছে সূর্যর মনে। ফুল মায়ের রান্না স্বাদ যে অবিকল দীপার রান্নার মতই। সন্দেহের বিজ নায়ক সূর্য সেনগুপ্তর মনে।