দেশের খবর

ফের রক্তাক্ত উপত্যকা, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আমরিন ভাট

0 0
Read Time:3 Minute, 43 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv: আবারও রক্তাক্ত হয়ে উঠল কাশ্মীর। এবার নিজের বাড়ির সামনে গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আমরিন ভাট। কাশ্মীরের বদগামে ঘটনাটি ঘটেছে। বুধবার সন্ধেয় তাঁর ওপরে হত্যার অভিযোগ উঠেছে। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, নিজের বাড়ির সামনে বুধবার সন্ধেয় টেলি অভিনেত্রী আমরিন ভাট
নামক ওই মহিলাকে তাক করে গুলি করে তিন জঙ্গি। জানা গিয়েছে, ওই টেলি অভিনেত্রীর বয়স ছিল ৩৫ বছর। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, ৩৫ বছরের অভিনেত্রীর ভাইপোও গুলিতে আহত হন।

শুধু তিনি টেলি অভিনেত্রী ছিলেন না। টিকটক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও জনপ্রিয় মুখ উঠেছিলেন তিনি। ইসলামিক ফতোয়া না মানার জন্যই তাঁকে টার্গেট করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, হামলাকারীরা লস্করের সদস্য ছিল বলেই প্রাথমিক অনুমান। হামলার পর বুধগামজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জেহাদিরা দ্রুত ধরা পড়বে বলেই আশা কাশ্মীর পুলিশের।

প্রসঙ্গত, মঙ্গলবার শ্রীনগরে ঠিক একই ধাঁচে নিজের বাড়ির সামনে এক পুলিশকর্মীকে গুলি করে খুন করে জেহাদিরা। সইফুল্লাহ কাদরি নামের ওই পুলিশকর্মীর ৭ বছরের মেয়েও জেহাদিদের গুলিতে আহত হয়। পুলিশের ধারণা ছিল বারামুলায় লুকিয়ে থাকা ‘হাইব্রিড’ জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছেন। পরপর একই ধাঁচে এই হামলা চিন্তা বাড়াচ্ছে কাশ্মীর পুলিশ ও প্রশাসনের।

অভিনেত্রী আমরিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে উপত্যকার রাজনৈতিক মহলও। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতে ওমর আবদুল্লা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলছেন,জনপ্রিয় টেলি অভিনেত্রী আমরিন ভাটের হত্যাকাণ্ডে আমি ভীষণ ভাবে স্তম্ভিত। কোনওভাবেই নিরপরাধ মহিলা এবং শিশুদের উপর এভাবে হামলা মেনে নেওয়া যায় না’। কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। দ্রুত জেহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে কুপওয়ারায় জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তারক্ষীরা। অভিযান চালিয়ে খতম করা হয়েছে তিন লস্কর জঙ্গিকে। যদিও ওই জঙ্গিদের এখনও চিহ্নিতকরণ করা যায়নি বলে কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button