কলকাতা

জয়ের ২৫ দিনের পর বালিগঞ্জের বিধায়ক পদে শপথগ্রহণ বাবুল সুপ্রিয়

0 0
Read Time:3 Minute, 17 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv : অবশেষে দীর্ঘ জটিলতা কাটিয়ে বুধবার ‘বিধায়ক’ পদে শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের পৌরোহিত্য শপথ বাক্য পাঠ সম্পন্ন হয় বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন জয়ী বাবুল(Babul Supriyo)।

এপ্রিল মাসের ১২ তারিখে বালিগঞ্জ কেন্দ্রে উপ নির্বাচন এবং ১৬ এপ্রিল ফল ঘোষণা হয়। তারপর থেকে গতকাল, মঙ্গলবার পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ভূমিকার জন্যই বালিগঞ্জের নির্বাচক মণ্ডলী বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে তৃণমূলের অভিযোগ। কারণ, প্রথম দফায় রাজ্যপাল শপথ গ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্যান্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। রাজ্যপালের এমন ভূমিকার কড়া নিন্দা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরিষদীয় দপ্তর বিষয়টি নিয়ে আপত্তি করায় শেষে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ পড়ানোর দায়িত্ব দেন রাজ্যপাল। সেই মতোই এদিন শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল। যদিও সেখানে দেখা গেল না স্পিকারকে। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূল অভিযোগ করেছিল, ‘উচিৎ কথা বলা’ স্পিকারের উপর রাগ দেখিয়েই রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আশিসবাবু ধনকড়ের এই ফাঁদে পা না দিয়ে প্রথমে সটান রাজ্যপালের প্রস্তাব খারিজ করে দেন। তারপর থেকে প্রায় এক সপ্তাহ পেরিয়ে যায়। বাবুলের শপথ গ্রহণ নিয়ে নিশ্চুপ ছিল রাজভবন। কিন্তু বালিগঞ্জের সাধারণ ভোটারদের কথা মাথায় রেখে মঙ্গলবার ডেপুটি স্পিকারকেই শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করেন স্বয়ং স্পিকার। তারপর রাজি হন তিনি।

উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), জাকির হোসেন ও আমিরুল ইসলামের বিধায়ক পদে শপথ নেওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। প্রশ্ন উঠেছিল, শপথ বাক্য কে পড়বেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার। শেষ পর্যন্ত দেখা যায়, রাজ্যপালই শপথ বাক্য পাঠ করান। এবার অদ্ভুত জটিলতা কাটিয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button