রাজ্যের খবর

ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর খুনের কাণ্ডে ধৃত আরও এক !

0 0
Read Time:3 Minute, 26 Second

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক :বাগনান ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনের ঘটনায় ধৃত হল আরও একজন। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে মোট সংখ্যাদাঁড়াল তিন জন । বাগনান থানার পুলিশ মোহিত কুমার নামে ওই দুষ্কৃতীকে রাঁচি থেকে গ্রেফতার করে এমনটাই সূত্রের খবর । মোহিত কুমার নামে ওই দুষ্কৃতী খুনের অস্ত্র সরবরাহ করেছিল এমনটাই বলেন হাওড়া জেলা গ্রামীন পুলিশের সুপার স্বাতি ভাঙ্গালিয়া। এই অস্ত্রটি উদ্ধারের কাণ্ড কে কেন্দ্র করে তাঁকে পুলিশিহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । উলুবেরিয়া আদালতে আজ তাঁকে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় সড়কের উপর । কোনও রকম সাহায্যের অবকাশ চোখে পড়েনি। তাই রক্তাক্ত স্ত্রীকে নিয়েই গাড়ি চালিয়ে এগিয়ে যান প্রায় আড়াই কিলোমিটার। রাজাপুর থানার পীরতলায় পৌঁছে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্থানীয়দের সবকিছু জানান। এর পর এলাকারলোকজন পুলিশকে খবর দেন।

উল্লেখ্য চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে খুব কাছ থেকে গুলি করে ওই অভিনেত্রীকে খুন করা হয়। এই ঘটনায় জেরে তাঁর স্বামী এবং দেওরকে আগেই পুলিশঅবশ্য গ্রেফতার করেছে। ধৃতরা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। উল্লেখ্য়, ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন করা হয় রিয়া কুমারীকে। আড়াইবছরের শিশুকন্যা এবং স্বামী প্রকাশ কুমারের সঙ্গে নিজেদের গাড়িতে চেপে আসছিলেন রিয়া। প্রযোজক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রকাশ। তাঁর দাবি,ভোর ৫.৩০টা নাগাদ মহিষরেখা সেতুর কাছে তিনি গাড়ি থামান। শৌচকর্ম সারতে যান। সেই সময় তিন ছিনতাইকারি এগিয়ে আসে ।কিন্তু তাদের রিয়া বাধাদিতে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা খুন করে তাঁকে ।

যদিও স্থানীয় বাসিন্দার মানুষ রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এর পর হাসপাতালে পুলিশ পৌঁছায় । কিন্তু এই ঘটনায় প্রকাশকে সন্দেহের নজরে দেখছে পুলিশ। রিয়াকে খুনের নেপথ্যে শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্য ছিল, এই তত্ত্বে খটকালাগেছে পুলিশের। এখনও চলছে এই ঘটনার তদন্ত ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button