
ওয়েবডেস্ক, 24 Hrs TV : নিঃশব্দ বিপ্লব ঘটে গেল ত্রিপুরায়! বিপ্লব দেবের ইস্তফার পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মাণিক সাহা। পরিষদীয় বৈঠকে তাঁর নামেই সিলমোহর দিল বিজেপি নেতৃত্ব। তবে তাঁর নাম ঘোষণার পরই ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল।
বিপ্লবের পরে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে বৈঠক করে বিজেপি (BJP)। বৈঠকে উপস্থিত ছিলেন, ভূপেন্দ্র যাদব, বিনোদ তাওড়ে। বৈঠকের জন্য ডাকা হয় রাজ্য সভাপতি মানিক সাহাকেও। আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিল ৫ জনের নাম।
তবে, ত্রিপুরার বিপ্লবে যবনিকা পতন এনে নাটকীয় অভিব্যাক্তি মানিক সাহার। তবে তার এই উত্থানে অখুশি গেরুয়া শিবিরের একাংশ। গোষ্ঠীকোন্দলের প্রভাব ক্রমেই বাড়ছে, এমনটাই সূত্রের খবর।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার কয়েক মুহূর্ত পরেই, চিরপ্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে জোরালো আক্রমণ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপির নেতারাও “বিপ্লব দেবের অযোগ্যতায় বিরক্ত”। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সম্প্রতি ক্ষমতাসীন বিজেপির সঙ্গে একাধিক সংঘর্ষে জড়িয়েছে ত্রিপুরায়। বাঙালি সংখ্যাগরিষ্ঠ এই সীমান্ত রাজ্যে রাজনৈতিক ঘাঁটি মজবুত করার জন্য প্রচুর শক্তি প্রয়োগ করেছে তৃণমূল। বিপ্লব দেবের পদত্যাগকে সামনে রেখে তাই বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত এই রাজ্যে ‘পরিবর্তন অনিবার্য’। আগামী বছরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন আয়োজিত হবে। অন্যদিকে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ট্যুইট করেছেন, “ত্রিপুরাতে খেলা হবে।”
শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যপাল এসএন আর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরই এই ঘোষণা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। “দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি,” সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বিপ্লব দেব। সূত্রের খবর, বিজেপির রাজ্য শাখার মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ্যের আসার পরই পদত্যাগ করলেন বিপ্লব দেব।