
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পথে রওনা দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সোমবার দিল্লি যাওয়ার উদ্দেশে পাড়ি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন সেখানে জগৎপ্রকাশ নাড্ডা ও অর্জুনের বৈঠক রয়েছে। আর দিল্লির পথে রওনা দেওয়ার আগেই আরও আরেকবার বিস্ফোরক হয়ে উঠলেন অর্জুন সিং। তিনি বলেন, ‘মুখ খুললে তো সবার সামনে খুলতে হয়। দলের একজন মন্ত্রী দফতরের সিস্টেমে ভুল আছে, তার ব্যাপারে আমি বারবার বলছি। দলের পদমর্যাদার অধিকারী কোনও মানুষ ভুল করবে, বলব না’? একইসঙ্গে সমস্যার সমাধান না হলে, তিনি যে ‘অন্য’ পথেও হাঁটবেন, এদিন সে ইঙ্গিতও দিলেন তিনি।
বিজেপির অন্দরের খবর, নাড্ডা ও অর্জুন সিংয়ের একান্ত বৈঠক হবে এদিন। তবে, তাঁর সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে কী বিষয় উঠে আসবে? বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কী থাকবে? তা নিয়েও জল্পনা বাড়ছে ক্রমশই।। একইসঙ্গে ‘সমস্যা সমাধান’ প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন, সমস্যা সমাধান হবার কথা আছে। আশা করি হয়ে যাবে। দলীয় সূত্রে খবর,’বেসুরো’ অর্জুনকে দলে রাখতেই ডাক তাঁর।
সোমবার অর্জুনের দিল্লি যাওয়ার পথে তারই দলের বিজেপির পোড়খাওয়া নেতা রাহুল সিনহা বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। মানুষের যখন ক্ষোভ হয়, সেই সময় মানুষ ক্ষোভ প্রশমিত করে নানারকম কথা বলে ফেলেন, কিন্তু রাহুল সিনহার দৃঢ় বিশ্বাস সমস্যার সমাধান হয়ে যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি সঙ্গে তাঁর কথাবার্তায়। সবশেষে তিনি বললেন, অর্জুনদা বিজেপিতেই কাজ করছেন এবং নেতা হিসেবেই আছেন।