
24Hrs Tv ওয়েব ডেস্ক : নিত্যদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রায় প্রত্যেকদিন সংবাদের শিরোনামে উঠে আসেন দিলিপ ঘোষ। ঠিক তেমনই বৃহস্পতিবার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উত্তরে এবং জঙ্গলমহলে বারেবারে যাচ্ছেন। কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছে। কই নদিয়া,মুর্শিদাবাদ,যান না। জানে এগুলো মারপিট করে জিতে নেব।” উত্তর আর দক্ষিণ তৃণমূল উপড়ে গেছে। মানুষ ঠিক করেছে,একটা আসনও দেবে না। চেষ্টা করছে। নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জন-সংযোগ করে আর কী লাভ?” একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ট্রেনে চড়ে মালদা সফরকে কটাক্ষ করছেন বিজেপি নেতা। তিনি বলেন, “ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।” প্রসঙ্গত, বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া সফর মালদায়। আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের সুপ্রিমো আর সেকেন্ড ইন কমান্ড একসঙ্গে একই জেলায়! সাম্প্রতিক অতীতে এমন হয়নি বলেই সন্দেহের দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
বারংবার কেন উত্তবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেই বিষয়টিও খোলসা করে জানালেন বিজেপি নেতা। জানালেন কেন যাচ্ছেন মালদা সফরে। অন্য কোন জেলা কেন নয়, বারবার কেন বেছে নিচ্ছেন মালদা, কোচবিহার।