স্বাস্থকলকাতা

দ্বিতীয় দিনেও স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ জারি রইল নার্সিং স্টাফদের

0 0
Read Time:4 Minute, 3 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv: কলকাতা শহর আবারও বিক্ষোভে ফুঁসে উঠল। নার্সিং চাকরিপ্রার্থীদের আন্দোলন-বিক্ষোভে দ্বিতীয় দিন বিক্ষোভ জারি রইল সল্টলেকে। সোমবারের পর মঙ্গলবার নার্সিং চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ দেখা গেল সল্টলেক ও করুণাময়ীতে। দ্রুত নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বসে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করলেন। এদিন ধুন্ধুমারে পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে একপ্রস্থ খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারী নার্সদের।

দফায় দফায় চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ দেখা যায়। এদিন বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে দেখা গেল বিক্ষোভের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি।

এদিন ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। এরপর আন্দোলনকারীরা সরে না দাঁড়ালে পুলিশ এবং তাঁদের মধ্যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক চত্বর। এর আগে সোমবার কাজের দাবিতে সল্টলেকে (WEST BENGAL HEALTH RECURITMENT BOARD)-এর সামনে নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। অভিযোগ, নার্সিং-স্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে। ২০২১-এর নভেম্বরে নির্ধারিত সময়ানুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করা হয়নি। অভিযোগ, ৬ হাজারের বেশি আসন থাকলেও চাকরি দেওয়া হয়েছে মাত্র ২১০০ জনকে।

অভিযোগ ওঠে আরও যাদের নিয়োগ করা হয়েছে, তাঁদের কারও আবেদনের জন্য রেজিস্ট্রেশন করা নেই। কারও আবার ইন্টারভিউ পর্যন্ত হয়নি। অনেকে আবার ইন্টারভিউয়ে পাস করেও চাকরি পাননি বলে অভিযোগ। তাই স্বচ্ছতার সঙ্গে অতি দ্রুত নিয়োগের দাবিতে, সোমবার, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা অবরোধ করতে দেখা যায় চাকরিপ্রার্থীদের।

চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা যোগ্যতামান ও বাছাই করা প্রার্থী। যে শূন্যপদ রয়েছে সেই পদে তাঁদের অবিলম্বে নিয়োগ করতে হবে। তাঁদের দাবি, (WEST BENGAL HEALTH RECURITMENT BOARD)-এর সামনে বিক্ষোভ দেখানোর পরেও কোনও আধিকারিক দেখা করেননি। এরপরই মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন, (WEST BENGAL HEALTH RECURITMENT BOARD)-এর দফতর থেকে একটি গাড়ি বেরিয়ে আসতে গাড়িটিকে ঘিরে ধরেন চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, দু’দিন ধরে চলা বিক্ষোভে গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বেশকয়েকজন চাকরিপ্রার্থী। বিক্ষোভকারীদের ৪ প্রতিনিধি (WEST BENGAL HEALTH RECURITMENT BOARD)-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও, কোনও রফাসূত্র বের হয়নি। এদিনের বিক্ষোভ-অবরোধের ঘটনায় বেশ কয়েক জন চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলেন পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button