
Read Time:59 Second
অভিমন্যু দাসানি, শার্লি সেটিয়া এবং শিল্পা শেঠি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘নিকম্মা’-এর ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে।সাব্বির খানের পরিচালনায় ‘নিকাম্মা’কে বছরের সেরা অ্যাকশন এন্টারটেইনার হিসেবে বিবেচনা করা হয়, যা অভিমন্যুকে একটি উগ্র এবং অ্যাকশনে পূর্ণ অবতারে নিয়ে আসে।ইন্টারনেট সেনসেশন, শার্লি সেটিয়া যিনি গান গেয়ে তার যাত্রা শুরু করেছিলেন, ‘নিকা’ দিয়ে তার বড় পর্দায় আত্মপ্রকাশ হবে।ছবিটিতে অভিমন্যু এবং শার্লির অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখা যাবে। ছবিটির আকর্ষণীয়তা নিয়ে অনেকেই সে বিষয়ে ধন্দ প্রকাশ করেছেন।
Related
Related Articles