
24Hrs Tv ওয়েব ডেস্ক : মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। দেখা গেল সেই পার্থ এদিন পুলিশের গাড়ি থেকে নামতে নামতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করছেন। মঙ্গলবার ছিল ২৫শে বৈশাখ। সুতরাং সেই দিন রবি ঠাকুরের কবিতার লাইন বলাটা স্বাভাবিক, এটা নতুন কিছু নয়। কিন্তু আদালতে পেশ করার সময় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে রবীন্দ্র বুলি এ যেন কিসের ইঙ্গিত। রাজনৈতিকভাবে কি বোঝাতে চাইলেন তিনি তা নিয়ে জল্পনার শেষ নেই। এদিন পার্থকে যখন গাড়ি থেকে নামানো হবে তখন সামনে যান সাংবাদিকরা। তাঁদের নানান প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘আমি আজকে কবিতার লাইন বলব।’ তারপরেই বলেন, ‘মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।’ রবি ঠাকুরের এই লাইনটিকে বিশ্লেষণ করলে গিয়ে দাড়ায়_ রবীন্দ্রনাথ এই লাইনগুলি যে কবিতায় লিখেছিলেন তার নাম ‘বিম্ববতী’। সেই কবিতায় রবীন্দ্রনাথ এক রানির কথা লিখেছিলেন। যিনি রূপসী। তাঁর রূপের মতো আর কারও রূপ এই ধরায় নেই। সেই তাঁকে ‘সতিনের মেয়ে’ বলে অনেক কিছু হজম করতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সৌন্দর্যকে, রূপকে কিছু দিয়েই বিকৃত করা যায়নি।
পার্থ বোঝাতে চেয়েছেন ভাবমূর্তিতে কালি ছেটালেও কালিমালিপ্ত করা যাবে না। এমনই খাঁটি সোনা যা অগ্নিস্পর্শেও গলবে না। এখন কৌতূহল হল, তিনি কি কোনও রানির উদ্দেশে এই বার্তা দিলেন? নাকি নিজেকে রানির জায়গায় ফেলে আত্মবিশ্বাসের কথা শোনালেন?
তা নিয়ে জল্পনা তুঙ্গে।