
24Hrs Tv ওয়েব ডেস্ক : হাতে বেশি সময় নেই, সামনেই ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে শাসকদল। বিভিন্ন জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক ও কর্মসূচী অভিযান শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে হাডডাহাড্ডি লড়ায়। শনিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাওড়া জগৎবল্লভপুরের খাড়া পাড়ায় এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় সরকারকে নিয়ে কটাক্ষ মন্তব্য করলেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন এই শ্রীরামপুরের সাংসদ। বললেন, “গত চার বছরে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের জন্য কিছু করেনি। অথচ ২০০৯ সাল থেকে ১১ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য একাধিক প্রকল্পের কাজ করেছেন।” পাশাপাশি চাঁচাছোলা ভাষায় তোপ দেখালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
এছাড়াও তিনি আরও অভিযোগ করেন যে, “বিরোধী দলনেতার কাজ হল দিল্লিতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে নালিশ করা। তারা যখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে পাওনা টাকার দাবি জানাচ্ছেন তখন বিজেপির নেতারা উল্টো কথা বলছেন। তারা বলছেন পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র যেন টাকা না দেয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন যাতে বন্ধ থাকে। টাকা দিলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হবে। তাই টাকা দিতে হবে না। তাই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা, সড়ক যোজনার টাকাসহ একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না। ওদের একমাত্র কাজ তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা করা।” এইভাবে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বিজেপিকে নয়, “একযোগে আক্রমণ করেন সিপিএম-কংগ্রেসকেও। তিনি ঝাঁঝালোভাবে বলেন, কংগ্রেস, সিপিএমের কোনও গঠনমূলক কাজ নেই। এদের একটাও ভাল কাজ দেখাতে পারবেন না।”