
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: তোলা আদায় করতে এসে বোমাবাজির ঘটনা। উত্তর ২৪ পরগনায় পানিহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। ধাওয়া করায় পুলিশকে লক্ষ্য করে বোমা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ উঠল জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্ত চোর বিশু-সহ ৪ জন। ঘটনাস্থল থেকে ১টি বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ। অভিযোগ, শনিবার দলবল নিয়ে পানিহাটির স্বদেশি মোড়ে একটি কারখানায় এসে তোলা চায় বিশু নামে ওই দুষ্কৃতী। বোমাও ছোড়ে। খবর পেয়ে তাড়া করে পুলিশ। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের গাড়িকে ধাক্কাও মারে। রাতে বেলঘরিয়া-নিমতা এলাকা থেকে মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় বিশু নামে ওই দুষ্কৃতী।
এরপর দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালানোর সময় পানিহাটি ধানকল মোড়ে বি.টি. রোডের ওপর তৃণমূলের কার্যালয় মাতঙ্গিনী ভবন লক্ষ্য করে পাঁচটি বোমা মারে দুষ্কৃতীরা। চারটি বোমা ফাটলেও, একটি বোমা ফাটেনি। বোমাবাজির ঘটনার তদন্তে নেমে পুলিশ বেলঘড়িয়া ও নিমতা অঞ্চলে তল্লাশি চালিয়ে কুখ্যাত দুষ্কৃতী বিশু কর্মকার, গাড়ির চালক পাপাই সাহা, সাগর দাস-সহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে দফায় দফায় বোমাবাজির ঘটনায় আতঙ্কিত পানিহাটির মানুষ।