
ওয়েবডেস্ক, 24 Hrs Tv : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুরুলিয়া (Purulia News) সফরের মুখে, মানভূমের জেলায় বন্ধ পড়ে থাকা পানীয় জল (Drinking Water) প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে এমনই খবর। ২০১৩ সাল থেকে আটকে থাকা জলপ্রকল্পের কাজ কবে শেষ হবে, সেদিকে তাকিয়ে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা।
চলতি মাসেই ফের জঙ্গলমহলের (Jungle Mahals) জেলা সফরে বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় দেখা গেল এই ছবি।
লাগদা, সোনাইঝুরি, রামনগরের মতো গ্রামগুলিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের পানীয় জলপ্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। রাজ্যের প্রশাসনিক প্রধানের সফরের মুখে এই কর্মতৎপরতা দেখে এলাকাবাসীর একাংশের প্রশ্ন, পানীয় জলপ্রকল্প ঘিরে দীর্ঘ টালবাহানার ছবিটা এবার কী বদলাবে?
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা-র আর্থিক সহায়তায় কেন্দ্র-রাজ্য যৌথ জাইকা প্রকল্পে পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর, ২০১৩ সালে প্রকল্প গৃহীত হয়। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়লেও, কাজ শুরু করতেই কয়েক মাস গড়িয়ে যায়। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে দাবি, জমি সহ আরও কয়েকটি সমস্যার কারণে কাজ শুরু করেও একাধিকবার তা স্থগিত রাখতে হয়েছে।
মমতার সফর ঘিরে এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা চরমে সেখানে। জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলা শাসক। সেখানে পুরুলিয়ার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুরুলিয়া পুরসভার পুর প্রধান, বিদ্যুৎ, দমকল এবং অন্য দফতরের অধিকারিকরাও উপস্থিত ছিলেন।