
ওয়েবডেস্ক, 24 Hrs Tv : পাট শিল্প এবং জুট শ্রমিকদের হয়ে এর আগেও তাকে দেখা গেছে সোচ্চার হতে, আবার ও পাটশিল্প ও জুট শ্রমিকদের সমস্যা নিয়ে অর্জুন সিং তিনি দিল্লিতে বৈঠকে বসলেন। ব্যবধান সপ্তাহ দেড়েকের। পাটশিল্প ও জুটমিল শ্রমিকদের সমস্যা নিয়ে ফের বৈঠক ডাকলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েল।
এমনকি জুট সমস্যা নিয়ে একাধিকবার কেন্দ্রের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। নিশানা করেছেন কেন্দ্রিয় মন্ত্রী পীষূষ গোয়েলকে। শুধু বিতর্ক কিংবা আন্দোলন করে ক্ষান্ত থাকেননি। .এ রাজ্যে জুটমিলগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিকে গতকাল বুধবার ভাটপাড়ায় জগদ্দলের তৃণমূল বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অংশ নেন অর্জুন সিং। এমনকী, গঙ্গার ঘাটে শাসকদলের বিধায়কের সঙ্গে পুজো করতে দেখা যায় ভাটপাড়ায় বিজেপি বিধায়ক, অর্জুন পুত্র পবন সিং-কে। তাহলে কি গেরুয়াশিবিরে মোহভঙ্গ হল অর্জুনের? এবার ঘর ওয়াপসি? জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এর আগে, ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর দফতর থেকে জরুরি তলব পেয়ে দিল্লি গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেদিন রাতেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েলের সঙ্গে হয়েছিল তাঁর। এদিন দুপুরে ফের দিল্লি গেলেন অর্জুন। কেন? জগদ্দলের নিজের বাড়িতে বসে জানালেন, পাটশিল্প ও জুটমিলের সমস্যা নিয়ে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। সমস্যা না মিটলে আন্দোলনের জন্য প্রস্তুত তিনি।