
ওয়েবডেস্ক, 24 Hrs Tv, সৌম্য জ্যোতি মণ্ডল : দিলীপ ঘোষ আর বিতর্ক যেন সমার্থক শব্দ। মাঝে মাঝেই বেফাঁস মন্তব্য করে শিরোনামে চলে আসেন এই বিজেপি নেতা। এই নিয়ে বারবার সমালোচনাও হয় অনেক। কিন্তু তাতে কি , দিলীপ ঘোষ থামার পাত্র নন। এদিন বাঁকুড়া থেকে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি।
বুধবার বাঁকুড়ার মাচানতলা মোড়ে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ[ ঘোষ। ওই মঞ্চ থেকেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির পাল্টা আলুর দাম নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “পেট্রল মানুষ খায় না। আলু মানুষ খায়। পেট্রলের দাম ৯০ টাকা থেকে বেড়ে ১১৫ হয়েছে। আলুর দাম দ্বিগুণ বাড়িয়েছে রাজ্য সরকার।” এরপরই তৃণমূল নেতাদের কুরুচিকর ভাষায় আক্রমণ করে বসেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূল নেতাদের পিছনে পেট্রল দেওয়া হবে। সেই পেট্রল নিয়ে দৌড় মারবে। আর লোকে জিজ্ঞাসা করবে কেমন মজা? তোমাদের কোনও যোগ্যতা নেই। পেট্রল ছেড়ে দাও।আলু, ঢ়্যাড়শের দাম কমাতে পারছো না। পেট্রল তো অনেকদূর।”
দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। বিজেপি নেতার সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিকর বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “এটি সুস্থ রাজনীতিকের মন্তব্য হতে পারে না। পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। রোজ সকালে আয়নায় যে প্রাণীর মুখ দেখেন তেমনই কথা বলেছেন দিলীপ ঘোষ।