কলকাতা

ফের সিবিআই দফতরে হাজিরা! পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিল আদালত

0 0
Read Time:4 Minute, 2 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। আজ, সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান। এসএসসি সংক্রান্ত ৭টি মামলাতেই সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখা হয়েছে।

এদিন ডিভিশন বেঞ্চের রায়ের রয়েই অভিজিৎ মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে যান আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা না করলে গ্রেফতার করা হতে পারে এমনও বলেছে সিঙ্গল বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যহতি দেওয়া হোক। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, খবর সূত্রের। একই সঙ্গে উপদেষ্টা কমিটির সদস্যদেরও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল চারটের মধ্যে তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও সেবার ডিভিশন বেঞ্চ থেকে হাজিরার নির্দেশের উপর স্থগিতাদেশ আনা হয়। মামলার উপরেও স্থগিতাদেশ আনা হয়। তারপর আজ, বুধবার ওই মামলাগুলির শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে। তারপরেই ফের সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

সূত্রের খবর, আদালত জানিয়েছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনটাই এসএসসির পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button