
24Hrs Tv ওয়েব ডেস্ক : সম্পর্ক নিয়ে কোনওদিনই সেই লুকোচুরি খেলেন নি সুদীপ্তা । প্রথম থেকেই ঠিক ছিল বিয়েই করবেন। অবশেষে সেই ইচ্ছে পূর্ণতা লাভ করলো এতদিনে। বিয়েতে ছিল অত্যধিক জাঁকজমক এবং বাঙালিয়ানার ছোঁয়া। বেনারসীর সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন তিনি। শুধু সাজপোশাকই নয়, খাবারদাবারেও দেখা গিয়েছিল ভরপুর বাঙালিয়ানা। একটা সময় ২২০০ টাকার জন্য বাড়ির কেবল কানেকশন কেটে নেওয়া হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। লড়াই শুরু হয়েছিল তখন থেকেই। আর সেই লড়াইয়েই সফল নায়িকার এই নতুন জীবনে সামিল হয়েছিলেন সকলেই। এই মুহূর্তে ‘সোহাগ জল’ ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিছু দিনের মধ্যেই শুটে ফিরবেন তিনি। সেখানে এসেছিলো আড়াই হাজার নিমন্ত্রিত।
সমাগমে জমজমাট সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও সৌম্য বক্সীর বৌভাতের অনুষ্ঠান। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মদন মিত্র, অরূপ বিশ্বাস থেকে জুন মালিয়া উপস্থিত ছিলেন সকলেই। এছাড়াও টলিপাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। ঘরোয়াভাবে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছেন সৌম্য। দুজনেই খুশি তাঁরা। সেই ছবিও পোস্ট করেছিলেন সুদীপ্তা। তবে আপাতত হনিমুন নয়। ফিরতে হবে কাজে। তা তিনি তুলে রেখেছেন পুজোর পরেই। এই মুহূর্তে ‘সোহাগ জল’ ধারাবাহিকের অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিছু দিনের মধ্যেই শুটে ফিরবেন তিনি। আপাতত বিয়ের পর কাজে যোগ দিতে চান অভিনেত্রী।