রাজনীতি

বঙ্গে সক্রিয় অ্যাডিনো ভাইরাস , বিজেপির অভিযানে জটিলতা

0 0
Read Time:3 Minute, 58 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : একদিকে রাজ্যে অ্যাডিনো ভাইরাসে পর পর শিশুমৃত্যুর ঘটনায় সরকারের ব্যর্থতা ও উদাসীনতার অভিযোগ তুলে শুক্রবার স্বাস্থ্যভবন অভিযান করে বিজেপি। সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার হয় সল্টলেকে। গত ১ লা জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের নমুনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে , এ রাজ্যে সংক্রমণের ৩৮ শতাংশই অ্যাডিনো ভাইরাস । ওই একই সময়ে তামিলনাড়ুতে ১৯ শতাংশ, কেরলে ১৩ শতাংশ, দিল্লিতে ১১ শতাংশ এবং মহারাষ্ট্রে ৫ শতাংশ ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের শিকার। যদিও স্বাস্থ্যকর্তারা দাবি করছেন দেশের পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি অ্যাডিনো ভাইরাসের প্রকোপের বিষয়টি তাঁদের জানা নেই। তবে সংক্রমণ এখন অনেকটা কমেছে। এছাড়াও চিকিৎসকেরা আরও জানাচ্ছেন যে, জন্মগত হৃৎপিণ্ডে সমস্যা রয়েছে, জন্মের সময়ে ওজন দুই কেজির কম ছিল, সময়ের আগে জন্ম হয়েছে কিংবা অন্য কোনও রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের আক্রমণ সহজেই মারাত্মক হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে সমস্যা আরও জটিল হতে পারে ।

বৃহস্পতিবার গভীর রাতে বি সি রায় হাসপাতালে মারা যায় চুঁচুড়ার ১১ মাসের শান্তনু কীর্তনিয়া। এ দিন স্বাস্থ্যভবন অভিযানের জন্য করুণাময়ী মোড়ে জমায়েতের ডাক দেয় বিজেপির যুব ও মহিলা মোর্চা। তাঁদের অভিযোগ যে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের মিছিল শুরুর আগেই আটক করে পুলিশ। তবে রাজ্য বিজেপির তরফে যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে কয়েক শো কর্মী পুলিশি বাধা অতিক্রম করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে চেষ্টা করেন। স্বাস্থ্য ভবনের সামনে বিধাননগর কমিশনারেটের বিশাল বাহিনী ব্যারিকেড গড়ে সেই কর্মী-সমর্থকদের বাধা দেয়। বিজেপির দাবি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী-সহ আরও এক যুব মোর্চার কর্মী আহত হন। পরে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্র পাল-সহ প্রায় শ’খানেক কর্মী-সমর্থককে আটক করে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, “আমাদের কর্মীদের আক্রমণ করার পাশাপাশি মহিলা নেত্রীকে পুরুষ পুলিশ মেরেছে। তিনি আর কার সঙ্গে কার জোট জলের মত পরিষ্কার।” পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সম্পাদক কুণাল ঘোষ পাল্টা জানিয়েছেন , “সম্পূর্ণ বাজে কথা। ‘উনি প্রলাপ বকছেন’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button