
ওয়েবডেস্ক, 24Hrs TV : হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগলেও বাসি রুটি আপনার ত্বককে করবে নরম ও উজ্জ্বল। বেশির ভাগ বাঙালির ঘরে প্রতিদিনই একটি বা দুটি রুটি বেশি হয়ে যায়। বেশি হয়ে যাওয়া রুটিটি কেউ ফেলে দেন বা কেউ চায়ের সাথে খেয়ে নেন। এখন থেকে বাড়তি রুটি ফেলে না দিয়ে রূপচর্চার কাজে লাগান। কিভাবে ?সেটাও বলে দেব আমরা।
গরমে ত্বকে নানা সমস্যা তৈরি হয়। যেমন রাশ, ব্রণ ,ফুসকুড়ি ইত্যাদি । এছাড়া ত্বকে মরা কোষ থাকলে ত্বক নিস্তেজ হয়ে পরে। এই সব সমস্যা থেকে মুক্তি দেবে রুটির তৈরি ফেস প্যাক ও স্ক্র্যাব।
বাসি রুটি দিয়ে আপনি যে প্যাক বানাবেন তা প্যাক ও স্ক্র্যাব দুভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ টু – ইন -ওয়ান। অনেকেই আছেন যারা ত্বকে বেশি প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন না বা প্রসাধনী করার সময় পান না। আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে প্রতিদিন প্যাক বানিয়ে ত্বক পরিষ্কার করা সম্ভব হয় না। বিশেষ করে তাদের জন্য বাসি রুটির তৈরি এই প্যাক ও স্ক্র্যাব অত্যন্ত কাজ দেবে। সপ্তাহে মাত্র একদিন রুটির তৈরি এই প্যাক ও স্ক্র্যাব ব্যবহার করুন দেখবেন এক মাসের মধ্যে আপনি পেয়েগেছেন একটি ঝকঝকে নরম ও উজ্জ্বল ত্বক।
কিভাবে প্যাক বানাবেন :
উপকরণ: ২টো বাসি রুটি , ২ চা চামচ ওটস , ২ চা চামচ দুধের সর ,৪ চা চামচ গোলাপ জল ও এক চিমটে হলুদ।
পদ্ধতি : প্রথমে বাসি রুটি গুলো টুকরো করে নিন। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিন। একই পদ্ধতিতে ওটস কেও গুঁড়ো করে নিন। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এই প্যাক টি মুখে লাগিয়ে অন্তত ২০মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা ভিজে হাতে মুখে স্ক্র্যাব করুন।৩থেকে ৫মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।এরপর মুখে যেকোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিন। একমাস এই ফেস প্যাক ব্যবহার করুন। একমাস পর আপনার উজ্জ্বল ও নরম ত্বকের থেকে কেউ মুখ ফেরাতে পারবেনা।