কলকাতা

বিজেপির অষ্টম বর্ষপূর্তি! বাংলায় মোদী সরকারের অনুষ্ঠানে নেই বঙ্গ বিজেপি, ছিলেন শুধু শুভেন্দু

0 0
Read Time:4 Minute, 4 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv : কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি (8 Years Of Modi Govt)। আর সেই উপলক্ষ্যেই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রের গরবীব কল্যাণ সম্মেলন (Garib Kalyan Sammelan) কর্মসূচি। বেহালার পূর্ব রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে (Behala Eastern Railway Sports Complex) এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Union Railway Minister Ashwini Vaishnaw)। বাংলায় অনুষ্ঠান, অথচ সেই অনুষ্ঠানের পোস্টার-ব্যানারে কোনও বঙ্গ BJP নেতার ছবি নেই। বিষয়টি নজরে পড়তেই শুরু হয়েছে শোরগোল। অনুষ্ঠানে যদিও উপস্থিত রয়েছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একমাত্র তাঁর নামই উল্লেখ করা হয়েছে অনুষ্ঠান কর্মসূচির ব্যানারে।

সম্পূর্ণ হিন্দি ভাষায় লেখা হয়েছে গরীব কল্যাণ সম্মেলনের এই অনুষ্ঠানের পোস্টারটি। উল্লেখ করা হয়েছে স্থান-কাল। মুখ্য অতিথি হিসেবে রয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীর নাম। বাংলার অনুষ্ঠান অথচ এ রাজ্যের কোনও বড় বিজেপি নেতার নাম উল্লেখ না থাকায় ভ্রু কুঁচকাচ্ছেন কর্মী-সমর্থকরা। কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবিরও। বিজেপি সরকারের অনুষ্ঠানে ব্রাত্য রইলেন বাংলার বিজেপি নেতারাই। সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ কিংবা এ রাজ্যের কোনও সাংসদেরও নাম উল্লেখ করা নেই। অনুষ্ঠানেও কেবলমাত্র বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।

এমনকী, রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া সাইটগুলিতেও সরকারের অষ্টম বর্ষপূর্তির (8 Years Of Modi Govt) এই অনুষ্ঠানের কোনও লাইভ স্ট্রিমিং হচ্ছে না। কেবলমাত্র রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর টুইটার অ্যাকাউন্ট থেকে লাইভ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, দেশজুড়ে পালিত হচ্ছে মোদী সরকাররে আট বছর পূর্তি। সাফল্যের খতিয়ান তুলে ধরে একাধিক কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আট বছর পূর্তিতে সোমবার প্রধানমন্ত্রী কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য স্কলারশিপের ঘোষণা করেন। অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে একাধিক ক্যাম্পেনও চালাচ্ছে BJP। এরই একটি অংশ হিসেবে মঙ্গলবার বেহালায় পূর্ব রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে রেল মন্ত্রকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু, সেখানে উপস্থিত থাকতে দেখা গেল না কোনও বঙ্গ বিজেপি নেতাকে। কেবলমাত্র মঞ্চে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তিনি এদিন বলেন, ”এ রাজ্যে পিএম কিষাণ নিধি চালু করতে দেওয়া হয়নি। রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করুক রাজ্য।” রেল মন্ত্রীও এদিন বলেন, ”মোদী সরকারের আমলেই বাংলায় রেল প্রকল্পে রেকর্ড বরাদ্দ হয়েছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button