
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: ব্যবধান এক সপ্তাহের একটু বেশি। ১৫ মে হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা তথা ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে অভিনীত পল্লবী দে-র রহস্যমৃত্যু হয়েছিল। তার ১০ দিন পর অর্থাৎ, এই মাসের ২৫শে মৃত্যু হয় আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের। চাকচিক্যের দুনিয়া ছেড়ে বুধবার অন্তরালে চলে গেছেন ২১ বছরের উঠতি এই অভিনেত্রী। দমদমের নাগেরবাজারের ফ্ল্যাট থেকে অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রী সুইসাইড করেছেন, নাকি এই মৃত্যু রহস্যের পেছনে অন্য কোনও কারণ রয়েছে? মৃত্যুর তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ।
পল্লবীর মৃত্যুর পরে ২১ বছর বয়সী বিদিশা দে মজুমদারের মৃত্যু রহস্য পরতে পরতে। এবার বিদিশার রহস্যমৃত্যুতে বিস্ফোরক অভিযোগ করে উঠলেন তাঁর বান্ধবী। বান্ধবীর দাবি, ‘এক যুবকের সঙ্গে ৫ মাস ধরে সম্পর্কে ছিল বিদিশা। পাঁচ মাস সম্পর্কে থাকা কাঁকিনাড়ার মেয়ে জেনে যান তাঁর প্রেমিকের একাধিক সম্পর্কের কথা। তারপর থেকেই বিদিশা একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেন। সেই কথাও বলেন সিনেমায় কাজ করা এবং তাঁর বন্ধুদের। তাঁর কথায় মৃত্যুর আগের রাতেও বান্ধবীকে ফোন করে কান্নাকাটি করেন বিদিশা। এমনটাই দাবি করছেন মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী।

বুধবার দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তবে আদতে তিনি কাঁকিনাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে শোকে আচ্ছন্ন গোটা পাড়া। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রীর মা।

তাঁর মায়ের কথায়, মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল গত পরশু। সোমবারই কাঁকিনাড়া থেকে নাগেরবাজারের ফ্ল্যাটে ফিরে যান তিনি। ‘আমার মেয়ে খুব সহজ ছিল। ও এমন কাজ করতেই পারে না। কারও সঙ্গে কোনও গণ্ডগোলের কথাও শুনিনি। কিছুদিন আগে অডিশন দিয়ে এসেছিল। বাবার সঙ্গে অনেক কথা শেয়ার করত, আমি রেগে যেতাম বলে আমাকে অত বলত না’। বিদিশারা দুই বোন। ছোট মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার সময় খবর পান বিদিশার মা। পল্লবী দে-র মৃত্যুর পর চিন্তায় ছিলেন তিনি, সে কথাও জানান মেয়েকে। মা কে চিন্তা করতে বারণ করতেন বিদিশা। তারপরেও এমন অঘটন। আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর মা। বিদিশার প্রতিবেশীর কথায়, ‘ও আমার ছেলের বয়সী। আমার মেয়ের মতো। কিন্তু এই বয়সে ওদের মনে কী চলে বলা মুশকিল। এমন ঘটনা মানতেই পারছি না।’
