
24Hrs Tv ওয়েব ডেস্ক : সদ্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। সংসার জীবন একবছর পার হতে চলল। এনিয়ে হঠাৎ মুখ খুললেন অভিনেতা রণবীর । কি বললেন অভিনেতা যা শুনলে চমকে পড়ার মতো বিষয়। দীর্ঘ চার বছর লিভইনের পর তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ঘরোয়া বিয়ের আসরে সকলের নজর কেড়েছিলেন জুটি। তবে একটা সময় ক্যাসানোভা রণবীরকে জামাই করার কথা ভাবতেই পারতেন মহেশ ভাট। নিজেই জানিয়েছিলেন সেই কথা। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কিছু বছরের মধ্যেই মেয়ের মনে জায়গা করে নিয়েছিলেন কাপুর সন। তবে দীর্ঘ দিন ঘরে যে অভিনেতাকে লেডিসম্যান বলেই সকলে চিনতে তিনি নাকি কোথাও গিয়ে দিব্যি সংসার করছেন। এই সত্য হয়তো অনেকেই মেনে নিতে পারছেন না। রণবীর আলিয়া জুটি বেশ মজার। একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাঁরা। তাঁদের এক কন্যা সন্তানকে নিয়ে দিব্যি কাটছে সময়। তবে বর্তমানে বেশ সুখের সংসার করছেন দুজনেই। তবে নিজের মুখে স্বীকার করলেন একথা, কি জানালেন অভিনেতা ? তিনি জানিয়েছেন যে ”আমার মনে হয় আমার আরও ভাল হওয়া উচিত”,আলিয়া তাঁকে অনেক বেশি বোঝেন, তিনি মোটেও ভাল স্বামী নন।
বিয়ের আসরে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন দুজন। দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক। ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া তাঁর স্বপ্নের রাজপুত্র রণবীরকে পান। তাই এই ছবি তাঁর হৃদয়ের খুব কাছের।