
24Hrs Tv ওয়েব ডেস্ক : অসাধারণ প্রতিভার পাশাপাশি রণবীরের নাম জড়ায় প্রেমের নায়ক হিসেবে। চুটিয়ে প্রেম করেছেন তিনি। প্রেমের নায়ক হিসেবে তিনি একেবারে সেরা। বলিউডে রণবীর সম্পর্কে গুঞ্জন আছে যে একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। তবে যা রটে কিছু তো বটে। প্রেমের সম্পর্ক পরিণতি পায় যখন রণবীর কাপুর ও আলীয়া ভাট তাঁরা উভয়ই বিয়ের সাতপাকে বাঁধা পড়েন দুজন। আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পরেও কি স্বভাব পাল্টায়নি রণবীরের? অভিনেতার সাম্প্রতিক সাক্ষাৎকারের পরে তুঙ্গে সেই জল্পনাই। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন রণবীর। বলিপাড়ায় সেই সম্পর্কের সকলের ই জানা। তবে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও বন্ধুত্ব বজায় রেখেছেন রণবীর ও দীপিকা। শোনা যায় দীপিকা পাড়ুকোন নয়, ‘আজব প্রেম কি গজব কহানি’ ছবির শুটিং চলাকালীন ক্যাটরিনা কইফের প্রেমে পড়েছিলেন রণবীর।
দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক ‘ডাল-ভাত’ এর মতো সহজ, একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রণবীর। সেই দীপিকার সঙ্গেই নাকি ফের পর্দায় জুটি বাঁধতে চান অভিনেতা। এমনটাই গুঞ্জন টলিপাড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ২’-এর সম্ভাবনা নিয়ে কথা বলার সময় এমনটাই জানান রণবীর। তবে আলিয়ার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক বেশ ভালো। নতুন অতিথিও এসেছে রণবীর ও আলিয়ার কোল জুড়ে। সেও খুব একটা অখুশি নন সম্পর্ক নিয়ে।