রাজ্যের খবর

“পিডব্লুডি-কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই”, পশ্চিম মেদিনীপুর সফরে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

0 0
Read Time:2 Minute, 36 Second

ওয়েবডেস্ক, 24 Hrs Tv : পূর্ত দপ্তরের কাজে আগেই ক্ষোভ ছিল মুখ্যমন্ত্রীর। এবার তীব্র ভর্ৎসনা করলেন তিনি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে পিডব্লুডি-র আর্থিক চাহিদার কথা শুনে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ”PWD-কে দিয়ে সব কাজ করানোর কোনও দরকার নেই। ওদের এত খাই! HRBC’র ইঞ্জিনিয়াররা বসে আছেন, তাঁদের দিয়ে কাজ করান।”

বেশ কয়েকদিন পর আবার জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে তিনদিনের পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রাম সফরে গিয়েছেন তিনি। শহিদ প্রদ্যোৎ স্মৃতি ভবনে প্রশাসনিক বৈঠক থেকে শতাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর জেলা প্রশাসনের কাজের পর্যালোচনা করতে বসে পূর্ত দপ্তরের ভূমিকার তীব্র নিন্দা করেন। বেশ কয়েকটি কাজের জন্য পিডব্লুডি অতিরিক্ত টাকা চাইছে বলে অভিযোগ কানে আসে মুখ্যমন্ত্রীর। তারপরই তিনি বলেন, ”৬ কোটির মধ্যেই সব কাজ হতে হবে। পিডব্লুডি-কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই। HRBC’র ইঞ্জিনিয়াররা বসে আছেন, তাঁদের দিয়ে কাজ করান।”

এরপরই তিনি DPR অর্থাৎ প্রকল্পের কাজের বিস্তারিত রিপোর্ট দেখতে চান। তারপর ক্ষোভের সঙ্গে বলেন, ”ওই DPR কেটে ফেলে দিন।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজের পাড়ার কাজ, অন্যান্য জেলায় কমিউনিটি হলের কাজের উদাহরণ দিয়ে ক্ষোভের সুরে বলেন, ”এসবে কত টাকা লাগে? আমি কি আর কাজ করাই না? আমাকে কী শেখাচ্ছে!” এর আগেও বেশ কয়েকবার পূর্তদপ্তরের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাদের আর্থিক চাহিদার কথা শুনে রেগে গেলেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button