
24Hrs Tv ওয়েব ডেস্ক : ঘুমন্ত গৌরীর পাশ থেকে তার মেয়েকে সরিয়ে নেয় শৈল মায়ের চ্যালা। নিজের হাতে গৌরীর মেয়েকে পুকুরের জলে ডুবিয়ে মারার পরিকল্পনা করে সে। তক্কে তক্কে থাকে সে যে কখন ভাইপোর মেয়েকে হত্যা করবে সে। তাই সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল, এবার সুযোগ বুঝে মেয়েকে নিয়ে জলে ফেলে দিল সে। ওদিকে গৌরী ভীষণ অস্থির হয়ে পড়েছিল। ছদ্মবেশে বাড়িতে আসে ঘোমটা কালীর ভক্ত সাধু। সে গৌরীকে শান্ত হতে বলে। সে জানায়, যা হয় তা ভালোর জন্য হয়। ঈশান মেয়েকে নিয়ে উপরে উঠে আসে। কিন্তু, গৌরী মেয়েকে না পেয়ে পাগল হয়ে যায়। সে নিশ্চিত শৈল মা কোনও কলকাঠি নেড়েছে। ততক্ষণে পিছনের দরজা দিয়ে ঘোষাল বাড়িতে ঢুকে পড়েছে শৈল। সে গৌরীকে আশ্বাস দেওয়ার নাটক করে। তবে এতে গৌরীর অশান্ত মন শান্ত হয় না। পাগলের মতো খুঁজে বেড়ায় সে।

ত্রাতা হয় ঈশান। এদিকে ঈশান নিজের মেয়েকে বাঁচাতে আগেই পুকুরে নেমে গিয়েছিল। সে নায়কোচিত কায়দায় সন্তানকে রক্ষা করে। কোনওভাবে তার ক্ষতি হতে দেবে না, সেই কথাও জানায়। এদিকে ঈশান সন্তানকে নিয়ে বাড়িতে আসে। গৌরীর মনে শান্তি ফেরে। সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কাঁদতে থাকে সন্তান। যখনই সে মেয়েকে কোলে নেয়, তখনই শান্ত হয় সে। সেই কারণে তাকে কিছুদিন ঘোষাল বাড়িতে থাকতে বলে গৌরী। কিন্তু, শৈল চাইছে না ঈশান ঘোষাল বাড়িতে থাকুক। কী ফন্দি আঁটবে সে? পালটা চালের জন্য প্রস্তুত ঈশান। যদিও ছদ্মবেশে থাকা সাধুকে চিনতে পারেন নি গৌরি। এইভাবেই রক্ষক হয়ে উঠবে কি ইশান? আসন্ন বিপদ থেকে কি মেয়েকে রক্ষা করতে পারবে ইশান সেই অপেক্ষায় দর্শকরা।