
ওয়েব ডেস্ক, 24 Hrs Tv : ২০২৪ এ লোকসভা নির্বাচন । তাই আসন্ন লোকসভা নির্বাচনএর কথা মাথায় রেখে জাতীয় রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রি কে সি আর। এবার তিনি গোটা দেশের গুরুত্বপূর্ণ অবিজেপি রাজ্যগুলিতে যাবেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে ।
শুক্রবারই দিল্লি এসেছেন কেসিআর। এখানে ঠাসা কর্মসূচি রয়েছে। রাজধানীতে তিনি বৈঠক করবেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে। সেখানে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার বিষয় নিয়ে আলোচনা হবে । ২২ তারিখ তিনি রওনা দেবেন চন্ডিগড়ে। দাবি করা হচ্ছে, কৃষক আন্দোলনে ৬০০ কৃষকের মৃত্যু হয়েছে। এদের পরিবারদের সঙ্গে দেখা করবেন কে সি আর।
২৬ তারিখ তিনি যাবেন বেঙ্গালুরুতে। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে সাক্ষাৎ করবেন কেসিআর।তারপরে সেখান থেকে যাবেন মহারাষ্ট্রে। সেখানে একাধিক কর্মসূচির সঙ্গে তিনি দেখা করবেন সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে। এরপরেই হায়দ্রাবাদে ফিরে আসবেন কেসিআর । এই সফরকালে থাকছে পশ্চিমবঙ্গ এবং বিহার। ২৯ তারিখ তিনি পশ্চিমবঙ্গে আসবেন। ২৯ মে থেকে দ্বিতীয় দফার সফর শুরু করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । ৩০ তারিখ তিনি যাবেন বিহারে। গালওয়ান ভ্যালিতে শহিদ জওয়ানদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। ফলে কে চন্দ্রশেখর রাওয়ের এই সফরকাল বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।