
২৫ জানুয়ারি দেশ জুরে মুক্তি পেল শাহরুখের কামব্যাক মুভি পাঠান। সব বাঁধা পেড়িয়ে মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলল পাঠান। মুক্তির আগে পাঠানকে ঘিরে বিতর্ক এতটাই জোড়াল হয় যে সেন্সরের কাঁচি পর্যন্ত চলেছে। তবুও ছবি নিয়ে আশাবাদী ছিল টিম পাঠান।
চার বছর পর রুপোলি দুনিয়ায় পা রেখে শাহরুখের ধামাকাদার পারফরম্যান্স আরও একবার দর্শকের দিল জিতে নিল। আর ২৫ জানুয়ারি নিঃসন্দেহে শাহরুখের জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন। বক্স অফিসে শাহরুখ-জন-দীপিকার পাঠান ক্রেজ দেখে ভারত জুরে আরও ৩০০ টি শো বাড়িয়েও দেওয়া হয়েছে। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে। হিন্দি ছবির ইতিহাসে পাঠানের মতো ‘বিগেস্ট রিলিজ’ আগে কখনও হয়নি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বে মোট আট হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান। হিন্দি, তামিল ও তেলুগু তিনটি ভার্শনেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি। আন্তর্জাতিক স্তরে দুহাজার ৫০০ টি স্ক্রিনে ও অর্ন্তদেশীয় পাঁচ হাজার ৫০০ টি স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছেন পাঠান শাহরুখ খান।