
ওয়েবডেস্ক, 24, Hrs Tv: কলকাতায় বিজেপির মিছিল আটকাল পুলিশ। সেলিমপুর থেকে যাদবপুরে বিজেপির মিছিল হচ্ছিল তখন পুলিশের তরফ থেকে এই মিছিল আটকানো হয় বলে জানা গিয়েছে। রাজ্যে চরম বেকারত্বের জ্বালা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, শিক্ষাক্ষেত্রে অনিয়ম, বেনিয়ম-সহ সাম্প্রতিক একাধিক সরগরম ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। শনিবার সন্ধেয় মিছিল শুরু করে তারা। কিন্তু, বিজেপির বহু কর্মী-সমর্থকদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে। এদিন যাদবপুর থানার সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিজেপি কর্মী-সমর্থকদের। ঘটনায় মাথা ফাটল এক পুলিশ কর্মীর। এরপরই যাদবপুর থানার সামনে পথ অবরোধ শুরু করে বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান গেরুয়া শিবিরের সমর্থকরা।
‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে প্রতীকী জেল বানিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পড়ে জেলের ভেতরে বসে পড়েন এক বিজেপি সমর্থক। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার প্রতীকী ছবি তুলে ধরে বিজেপি মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধুন্ধুমার, মারামারি তৈরি হয়। পরে যাদবপুর থানার সামনে এসে যা কার্যত খণ্ডযুদ্ধে পরিণত হয়।