
24Hrs Tv ওয়েব ডেস্ক : সামনে পঞ্চায়েত ভোট, আর তাঁর আগেই আবারও বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। জল্পনা তুঙ্গে, বাদ পড়ে নি রাজনৈতিক মহল। একদিকে তাপমাত্রার পারদ অন্যদিকে শাহের বঙ্গসফর রাজনৈতিক মহলে আরও উত্তাপ বাড়ছে। তাঁর বঙ্গসফর নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ মন্তব্য ফিরহাদের। নাম না করে শাহকে কটাক্ষ করেছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদের কটাক্ষ, লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করা হচ্ছে। এ ভাবে বাঙালির আবেগকে ছোঁয়া যাবে না বলে মনে করেন তিনি। তাঁর মতে, ‘‘রবীন্দ্রনাথ এক হওয়ার কথা বলেছিলেন। আর এরা বিভাজনের রাজনীতি করে।’’ গত এপ্রিলে রাজ্য সফরে এসে লোকসভায় বাংলা থেকে ৩৫টি আসনে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপিকে শাহের সেই লক্ষ্য বেঁধে দেওয়া নিয়েই মঙ্গলবার কটাক্ষ করেছেন ফিরহাদ। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই লক্ষ্য বেঁধে দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪০টি আসনে তৃণমূলকে জেতানোর ডাক দিয়েছেন। এবার শাহের বঙ্গসফরকে নিয়ে কটাক্ষ ফিরহাদের, নাম না করেই বিভাজনের রাজনীতি বলে খোঁচা ফিরহাদের।
সামনের পঞ্চায়েত ভোট আসতে দেরী নেই,আর তাঁর মধ্যেই শাহ আবারও বঙ্গ সফরে, প্রশ্ন রাজনৈতিক মহলে। আপাতত ২৫ বৈশাখে জোড়াসাঁকোয় ঘুরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্রসন্ধ্যারও আয়োজন করেছে বিজেপি। সেখানেও থাকবেন শাহ। সেখানে উপস্থিত থেকে আজকের রবীন্দ্র জয়ন্তি পালন করবেন তিনি।