
24Hrs Tv ওয়েব ডেস্ক : ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। জি-বাংলার পর্দায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। যদিও এরপর নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি দিতিপ্রিয়াকে। ধারাবাহিকটি শেষ করেই তিনি অভিনয় শুরু করেন বড়পর্দাতে। দিতিপ্রিয়ার অভিনয়ের প্রতিভা এখন ছড়িয়ে পরেছে ওয়েব সিরিজেও। ফ্রেব্রুয়ারিতে স্ট্রিমিং শুরু হয়েছিল দিতিপ্রিয়া রায় অভিনীত ওয়েব সিরিজ ‘ডাকঘর’। সিরিজে দিতিপ্রিয়ার অভিনয় নজর কেড়েছিল দর্শকের। অনুরাগীদের প্রিয়মনি দিতিপ্রিয়া রায়।
‘রাজনীতি’ সিরিজে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। সিরিজে দেখা যাবে রাজনৈতিক ব্যেক্তিত্বদের অন্দরমহলের কাহিনি । ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়াকে এবার ‘রাজনীতি’ তে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজটি হতে চলেছে একটি রাজনৈতিক থ্রিলার। দর্শকরা এই সিরিজে দিতিপ্রিয়াকে দেখতে পাবেন, একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কন্যার চরিত্রে অভিনয় করতে। দর্শকগণ অপেক্ষায় আছে সেই সিরিজ দেখার আশায়।
‘রাজনীতি’ সিরিজে দেখা যাবে যে, স্মৃতি হারিয়ে ফেলে সে নতুন করে সব কিছুকে চিনতে চেষ্টা করে। এক তরুণীর গাড়ির সঙ্গে অন্য আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এর ফলে একটি ভয়াবহ দুর্ঘটনার ঘটে যায়। যদিও এই বিষয়টি নিছকই একটা দুর্ঘটনা মনে হলেও, গল্পে আরও অনেক টুইস্ট রয়েছে। কারণ দুর্ঘটনার পর জীবনে অনেকটা পরিবর্তন আসে তাঁর। অর্থাৎ বলা যেতে পারে মেয়েটি পুনঃজীবন পায়। এই সিরিজে একদম ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে।