রাজ্যপালের কাছে সক্রিয় কংগ্রেস, দেরি কেনো বাইরনের শপথে

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : সাগরদিঘির উপনির্বাচনে জয়ী বাইরন বিশ্বাসকে কেন এখনও বিধায়ক-পদে শপথ নেওয়ানো হচ্ছে না, সেই প্রশ্ন তুলে সক্রিয় হল কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য যে বাইরন সাগরদিঘির উপনির্বাচনে জিতে নির্বাচন কমিশনের শংসাপত্র পেয়ে গিয়েছেন। কিন্তু তাঁর শপথ গ্রহণ এখনও না হওয়ায় বিধানসভার গুরুত্বপূর্ণ অধিবেশনে কংগ্রেসের একমাত্র বিধায়ক অংশগ্রহণ করতে পারছেন না। বাইরনকে নিয়ে শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, রীতি মেনেই রাজ্যপালের কাছে শপথের জন্য প্রয়োজনীয় অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তাঁর সিদ্ধান্ত মতোই নতুন বিধায়কের শপথ অনুষ্ঠান হবে। বিধানসভার চলতি অধিবেশন সোমবারই শেষ হয়ে যাওয়ার কথা। ফলে, বাইরন আদৌ এই অধিবেশনে বিধানসভায় ঢুকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কিন্তু থাকছেই।

বিধান ভবনে এ দিন বাইরনকে পাশে নিয়ে অধীরবাবু বলেছেন, ‘‘উপনির্বাচনে জিতে এলে উপনির্বাচনে শপথ নিতে কিন্তু বেশি সময় লাগে না। অধিবেশন চালু থাকলে তো আরও তাড়াতাড়ি ব্যবস্থা হয় ‘। তিনি আরও জানিয়েছেন যে , বিধানসভা নির্বাচনে ৫০ হাজার ভোটে হারা অধীর চৌধুরী বামেদের সমর্থন নিয়ে উপনির্বাচনে তাঁরা জিতেছেন প্রায় ২৩ হাজার ভোটে। অর্থাৎ দুই ব্যবধান মিলিয়ে ৭৩ হাজার ভোট তাঁদের দিকে ঘুরেছে, যা তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতেও বিজেপি ও তৃণমূলের মোকাবিলায় বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে তাঁদের আপত্তি নেই, তা-ও ফের উল্লেখ করেছেন অধীরবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *