
ওয়েবডেস্ক, 24 Hrs Tv : পাইকারি বাজারে মুরগির দামে রেকর্ড (chicken price hike)। আজ অর্থাৎ শুক্রবার, পাইকারি বাজারে গোটা মুরগির কেজি প্রতি দর ১৬৭ টাকা। অন্যদিকে দাম বাড়ছে সবজি বাজারেরও (vegetable price hike)।
পাইকারি বাজারে মুরগির দামের প্রভাব পড়েছে খুচরো বাজারেও। গড়িয়াহাট বাজারে আজ দেখা গেল কাটা মুরগির কেজি ২৮০ টাকা। কলকাতার বিভিন্ন বাজারে কাটা মুরগির দর কেজি প্রতি ২৭০ থেকে ২৯০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিক্রেতাদের দাবি, গরমে মুরগির উত্পাদন কম হওয়ার কারণেই এতটা দাম বেড়েছে।
পাশাপাশি দাম বেড়েছে সবজির বাজারেও। টোম্যাটোর কেজি ৭০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। জ্যোতি আলুর কেজি প্রতি দাম ৩০ টাকা। চন্দ্রমুখী আলুর কেজি প্রতি দাম ৪০ থেকে ৪৫ টাকা।
দিন কয়েক আগে পরিস্থিতি সামাল দিতে দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায়। মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে হানা দেন ইবি-র (EB) আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা। বিক্রেতাদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়েছে বাজারে। পাশাপাশি, জিনিসপত্রের দামের জন্য কমেছে বিক্রি। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি, সঙ্গীতা সরকার রায়চৌধুরী বলেন, ‘পাইকারি ও খুচরো দুই বাজারে দামের তফাত খতিয়ে দেখতে এসেছি। আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট দেব।’
অন্যদিকে, বাঁকুড়া শহরে যশোরবাঁধ এলাকায় বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে দামের ফারাক নথিভুক্ত করেন তাঁরা। দাম বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।