
ওয়েবডেস্ক, 24 Hrs, Tv: শনিবার ত্রিপুরার রাজনীতিতে চূড়ান্ত ডামাডোলের মধ্যে রাজ্যবাসী পেল নয়া মুখ্যমন্ত্রী। রবিবারই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দন্তচিকিৎসক মানিক সাহা। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপি বিধায়কদের একাংশদের। শপথ অনুষ্ঠানে আসেননি ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কারামন্ত্রী রামপ্রসাদ পাল। শুধুমাত্র শপথ অনুষ্ঠানে দেখা গেছে সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকেও।

গতকালই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফার পরই নানান টানাপড়েনের মধ্যে মানিক সাহার নাম ঘোষণা করা হয়। এরপরেই রবিবার রাজভবনে ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সামনে শপথবাক্য পাঠ করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ২০২০ সালে রাজ্য বিজেপির সভাপতি হন। কয়েক মাস আগেই রাজ্যসভার সাংসদ হন তিনি।

অবশেষে নানা জটিলতা, চরাই-উতরাইয়ের মধ্যে রবিবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ মানিক সাহাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব। বাম জমানার পর ফের একবার সরকার গড়তে শুরু করল মানিক। অর্থাৎ, সরকারের নাম হল মানিক সরকার।
বলে রাখা ভাল, বিপ্লবের এক যুগের অবসান হল শনিবারই। এরপরেই মুখ্যমন্ত্রীর লিস্টে থাকা মানিকই হল সরকার চালাবার অন্যতম মুখ। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার পরই সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে বিপ্লবকুমার দেব জানান, দল তাঁকে যে ভূমিকা দেবে সেটাই মাথা নত করে পালন করবেন। দলের নির্দেশ মেনে তিনি শুধু কাজ করবেন। তিনি বিজেপির আনুগত্য, এবং নিজেকে অনুগত সৈনিক বলে মন্তব্য করেন ত্রিপুরার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী।