
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: প্রথম থেকেই ওষুধ এবং আর্থিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। লাগামছাড়া জিনিসের দাম, বাড়তে থাকা বিদ্যুতের সঙ্কটে জর্জরিত গোটা শ্রীলঙ্কাবাসী। পথেনামা স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ উপচে পড়ে শ্রীলঙ্কায়। ঘটনায় উত্তাল হয়ে ওঠে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এরপরেও দীর্ঘদিন ধরেই চলছিল শ্রীলঙ্কার চরম অচলাবস্থা। তা কাটিয়ে উঠতে হিমশিম খেতে হয়েছিল সে দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকারকে। তাই এবার চাপের কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন্দা রাজাপক্ষে। কারণ, ওষুধ এবং আর্থিক সঙ্কটের দেশের ক্ষতে মলম লাগাতে না পারায় এই পদত্যাগ তাঁর।
বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ী, ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদে গদি দখল করলেন রণিল বিক্রমসিংহে। পঞ্চমবারের প্রধানমন্ত্রী পদে বসলেন তিনি। বয়স ৭৩। বৃহস্পতিবার নয়া প্রধানমন্ত্রীকে শপথ পাঠদান করান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।

জানা গিয়েছে, নয়া প্রধানমন্ত্রীর পদে বসা বর্ষীয়ান ব্যক্তিত্ব রণিল বিক্রমসিংহে ইউএনপি-র বিধায়ক। আর এই নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পড়েছে দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাওয়া শ্রীলঙ্কার ওপরে। আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কাকে কঠিন মুহূর্ত ও সঙ্কট থেকে পুনরুদ্ধারে চার বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন তিনি।
রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের কাছ থেকে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী পদে বসে ভারতের উদ্দেশে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি। নতুন পদ পাওয়ার পরেই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার কথা বলেছেন রণিল বিক্রমসিঙ্ঘে। শপথের দিনে ভারতকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
তবে, রণিল বিক্রমসিংহ প্রধানমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হওয়ার পরে শ্রীলঙ্কার হালচাল পাল্টানো যায় কি না, এবং প্রধানমন্ত্রী দেশের আর্থিক সঙ্কট গোচাতে পারবে কি না সেটাই এখন দেখার।