
Read Time:1 Minute, 19 Second
ওয়েবডেস্ক, 24 Hrs Tv: জোর ধাক্কা হাত শিবিরে। এবার কংগ্রেস ছাড়লেন রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ কপিল সিব্বল। ‘হাত’ শিবির ছেড়ে সপা-য় যোগদান করলেন কপিল। ১৬ মে অন্তর্বর্তীকালীন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধির কাছে পদত্যাগপত্রের চিঠি পাঠিয়েছিলেন তিনি।

মঙ্গলবার লখনউয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের হাত ধরে সপা-য় যোগ দেন কপিল সিব্বল। মনমোহন সিং-য়ের জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল। কংগ্রেসের জাতীয় স্তরের নেতা কপিল সিব্বল। তাঁর কংগ্রেসত্যাগ, হাত শিবিরের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।
Related Articles

সমাজবাদী পার্টি সূত্রের খবর, কপিল সিব্বলকে রাজ্যসভায় পাঠাবেন। রাজ্যসভা ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে এদিন।