আজ ফের পার্থ-সহ সাত জনকে আলিপুর আদালতে পেশ !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়েছে । একই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতরা আজ আদালতে হাজিরা দেবেন। তাঁদের আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে । পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে আরও ছয় জন । তারা হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা , এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায় , প্রদীপ সিং এবং অশোক সাহাও আদালতে হাজিরা দেবেন । তাঁরা প্রত্যেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন । সূত্রের খবর , আজ সকাল ১০টা ১৫ থেকে সাড়ে ১০টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যদের আদালতের পথে নিয়ে যাওয়া হয় । তবে আগেও আইনজীবী তাঁর জামিন চেয়ে আবেদন করেছিল। তবে সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ বা অন্যদের জামিনের বিরোধী।

উল্লেখ্য যেদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়, সেদিন সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে ফের হেফাজতে চান পার্থকে । পার্থেরর আইনজীবী মন্তব্য করেছেন , সিবিআই যে তদন্তের প্রয়োজনে তাঁর মক্কেলের জামিনের বিরোধিতা করছেন এমনটা নয় । এছাড়াও তিনি আরও বলেছেন পার্থকে আটকে রাখা হচ্ছে । সূত্রের খবর , সিবিআইয়েরা জানিয়েছেন , তারা এসএসসির গ্রুপ সি মামলা ও নবম দশম শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে । উল্লেখ্য ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আজ সোমবার পার্থ-সহ সাত জনকে সিবিআইয়ের মামলায় আদালতে তোলা হয়েছে । সিবিআই সূত্রে খবর, পার্থকে নিশানা করে বাকীদের একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে যোগসূত্র রয়েছে । এখন অপেক্ষার বিষয় আদালত কি রায় দেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *