ঋণ কারবারীদের দৌরাত্ম্য, আত্মহত্যার ভাবনা স্কুলশিক্ষকের

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ চরম হেনস্তার শিকার গোটা পরিবার। শেষ মুহূর্তে স্ত্রী জানতে পারায় প্রাণ বেঁচেছে স্বামীর। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাটোয়ার ৯ নম্বর ওয়ার্ডে হরিসভা পাড়ার বাসিন্দা স্কুলশিক্ষক অনিমেষ সরকার। গত ২০১৯ সালে চড়া সুদে পাঁচ লক্ষ ধার নেন তিনি। অসুস্থ বাবার চিকিৎসায় সে টাকা কাজে লাগান। প্রতি মাসে সুদের টাকা ফেরত দিয়েও আসল শোধ হয়নি এতটুকুও। তার পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। হুমকিতে আতঙ্কিত গোটা পরিবার। এমনই চরম পর্যায়ে পরিস্থিতি পৌঁছয় যে বাড়িতে সুইসাইড নোটও লিখে রেখেছিলেন স্কুলশিক্ষক। সুইসাইড নোটটি স্কুলশিক্ষকের স্ত্রী পান। মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ধৃতেরা সন্দীপ কোনার, পীযূষকান্তি দে, চঞ্চলকুমার দে ও মৃণালকান্তি দে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, বছরখানেক আগে স্বামী-স্ত্রীর আত্মহত্যার নেপথ্যেও চড়া সুদে টাকা ধারের তত্ত্ব সামনে এসেছিল। এক ব্যক্তির ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ সুদের কারবারিদের বিরুদ্ধে। মারধরের পর রেললাইনে রাখা হয়। শেষমেশ ট্রেনের ধাক্কায় পা-ও হারান ওই ব্যক্তি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কাটোয়ায় সুদের কারবারির পর্দাফাঁস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *